রাজশাহী ওয়ারিয়র্সে ‘হিমালয়ান জাদু’
এবারের বিপিএল আকৃষ্ট করবে নেপালকেও। তাদের ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ উইকেটশিকারি সন্দীপ লামিছানেকে দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। কদিন আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম, এবার নেপালি লেগস্পিনারকে যুক্ত করল তারা। দলের শক্তি বাড়াতে আসন্ন বিপিএলে এই তারকাকে নেওয়ার ঘোষণা আজ (রোববার) ফেসবুকে দিয়েছে রাজশাহী।
ফেসবুক পোস্টে রাজশাহী লিখেছে, ‘স্বাগতম হিমালয়ান জাদু সন্দীপ লামিছানে। নেপাল, তোমরা শুধু খেলাই দেখবে না, এই লড়াইয়ে তোমরাও অংশীদার। রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে থাকো এবং চলো, একসঙ্গে গৌরব অর্জন করি।’
বিজ্ঞাপন
বিপিএলে মাত্র এক আসর খেলার অভিজ্ঞতা আছে লামিছানের। ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে খেলেন তিনি। যদিও মনে রাখার মতো কিছু করতে পারেননি। ৬ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন এই লেগস্পিনার।
জাতীয় দলের সঙ্গে লামিছানে ৬৮ টি-টোয়েন্টি খেলে ১২৯ উইকেট নিয়েছেন লামিছানে। নেপালের স্পিন তারকা সব মিলিয়ে ১৬০ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ২৩৭ উইকেট।
বিজ্ঞাপন
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের পাশাপাশি আইপিএলেও খেলার অভিজ্ঞতা আছে লামিছানের।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নেপালের। সেই ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দীর্ঘ আলাপচারিতা করতে দেখা যায় তাকে। এবার তারা একই দলে খেলবেন। শান্ত আসন্ন আসরে রাজশাহীর অধিনায়ক।
রাজশাহীর স্কোয়াডে অন্য বিদেশি তারকাদের মধ্যে আছেন মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, হুসেইন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্ত ও জাহানদাদ খান।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল। বেলা ১টায় উদ্বোধনী ম্যাচে সিলেটের মুখোমুখি হবে রাজশাহী।
এফএইচএম/