নাজমুল হোসেন শান্ত

আগামীকাল (মঙ্গলবার) মহান বিজয় দিবস উপলক্ষে কোয়াব আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ দুই দল অদম্য ও অপরাজেয়র নেতৃত্ব দিবেন। আর এই ম্যাচের আগে এবার কথার লড়াইয়ে নামলেন শান্ত।

আজ (সোমবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম। প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যাইতে পারি। যেকোনো কিছুই হতে পারে।’

ম্যাচে উৎসবের আবহ থাকলেও উত্তাপ থাকবে মানছেন শান্ত, ‘উত্তাপ তো থাকবেই। তবে বেশি দেখানো যাবে না। শুনলাম ভালো আম্পায়ার থাকবে। তবে বেশি উত্তাপ আবার দেখানো যাবে না। পরে ডিমেরিট পয়েন্ট খেয়ে যাব।’

পরে কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) ভূমিকাও তুলে ধরেন শান্ত, ‘যারা কোয়াবে আছেন এবং আশেপাশে যারা সাহায্য করছেন, এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমার মনে হয় এটা এ বছর খুব তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে। এটা যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি, আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক উপকৃত হবে সবাই। পুরো এই ম্যাচটা খেলার কারণই কিন্তু যে ফান্ডের কথাটা আমরা বারবারই বলছি। এখান থেকে একটা ফান্ড উঠলে, এটা আমরা ভবিষ্যতে ক্রিকেটারদেরকেই সাহায্য করতে পারব। এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু এই খেলার আয়োজন।’

কোয়াবকে সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান তার, ‘একটা কথা বলতে চাই যে খেলোয়াড়রা যেভাবে সাহায্য করছে, তারা যেভাবে খেলতে আগ্রহ প্রকাশ করেছে এটা খুবই আনন্দের এবং এটা আমাদের কোয়াবের জন্য অনেক বড় একটা পাওনা। আমি আশা করব যে বাংলাদেশের যত ক্রিকেটার আছে, বর্তমান ক্রিকেটার, সাবেক ক্রিকেটার- সবাই এই সাহায্যটুকু কোয়াবকে করবেন।’

এসএইচ/এফএইচএম