তাইজুলদের পেছনে ফেলে আইসিসির মাসসেরা হারমার
আইসিসির নভেম্বর মাসের ‘প্লেয়ার্স অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সিমন হারমার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি এই স্বীকৃতি পেলেন।
বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন হারমার।
বিজ্ঞাপন
— ICC (@ICC) November 27, 2025
দক্ষিণ আফ্রিকার অফস্পিনার হারমার ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের অন্যতম নায়ক। ২৫ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে প্রোটিয়াদের প্রথম জয়ে তার ছিল অসামান্য অবদান। মাত্র ৮.৯৪ গড়ে কলকাতা ও গুয়াহাটিতে ১৭ উইকেট নেন তিনি। প্রথম টেস্টে ৮ উইকেট নেন হারমার। দ্বিতীয় ম্যাচে নেন ৭ উইকেট। বল হাতে দারুণ অবদান রেখে সিরিজ সেরাও হন তিনি।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় হারমার বলেন, “আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হতে পারা আমার জন্য দারুণ সম্মানের। দেশের হয়ে খেলাই আমার স্বপ্ন, এর সঙ্গে এমন স্বীকৃতি পাওয়া সত্যিই বাড়তি প্রাপ্তি।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “এই পুরস্কার আমি আমার সতীর্থ, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ভাগ করে নিতে চাই। পাশাপাশি এটি উৎসর্গ করছি আমার পরিবারের প্রতি, যারা আমাকে সমর্থন দেন এবং অনেক সময় আমাকে বাড়ি ছেড়ে দূরে থাকতে দেন আমার স্বপ্ন পূরণের জন্য।”
নভেম্বরের সেরা হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নেন তিনি। ২-০ তে সিরিজ জয়ে শীর্ষ উইকেটশিকারি ছিলেন। সিলেটে ৫ উইকেট পান তাইজুল। তারপর মিরপুরে দ্বিতীয় ম্যাচে দুটি ইনিংসেই চারটি করে উইকেট দখল করেন। দারুণ বোলিংয়ে সিরিজ সেরা হন এই স্পিনার।
এফআই