রানে নেই, ফর্মে আছি : ভারত অধিনায়ক
শেষ ২২ ইনিংসে ২৫১ রান করেছেন সূর্যকুমার যাদব। ব্যাটে রান না থাকলেও তার ফর্ম খারাপ না, এমনটা মনে করছেন না ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। গতকাল ধর্মশালায় ম্যাচ জিতে সূর্যকুমার বলেন, নিজের ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা করছেন না তিনি।
ধর্মশালায় ১১৮ রান তাড়া করতে গিয়ে শেষ দিকে নেমেছিলেন সূর্যকুমার। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন কিন্তু সেখানেও রান পাননি তিনি। ১১ বলে ১২ রান করে আউট হন। দুটি চার মারেন। তার পর নিজের পছন্দের র্যাম্প শট মারতে গিয়ে আউট হন।
বিজ্ঞাপন
সূর্য অবশ্য খুব একটা ভাবছেন না। ম্যাচ শেষে তিনি বলেন, 'নেটে খুব ভালো ব্যাট করছি। রান আসবেই। হ্যাঁ, এখন রান পাচ্ছি না। রানে নেই, ফর্মে আছি।'
২০২৫ সালে পেসারদের বিপক্ষে ১৮ ইনিংসে মাত্র ১২২ রান করেছেন সূর্য। ১৪ বার আউট হয়েছেন। এই বছর তার ব্যাটিং গড় ১৪.২। এত খারাপ ফর্মে থাকার পরেও সূর্য বলছেন তিনি ভালো খেলছেন। দল জয় পাচ্ছে বলে তার বাজে ফর্ম আড়ালে থেকে যাচ্ছে।
বিজ্ঞাপন
সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫১ রানে হারতে হয়েছিল ভারতকে। সেই ধাক্কা ভু্লে এই ম্যাচে কীভাবে ফিরলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'হার থেকে শিক্ষা নেওয়া দরকার। সেটাই করেছি। খুব বেশি পরীক্ষার চেষ্টা করিনি। নিজেদের উপর ভরসা রেখেছি। তাতেই খেলা ঘুরেছে।'
এইচজেএস