আইপিএল খেলতে এসে অন্ধ হতে বসেছিলেন ফিঞ্চ!
মহামারির কারণে গেল বছরটা অনেকেরই কেটেছে খুব বাজেভাবে। মহামারি তো বটেই, ২০২০ সালটা আরও বেশি খারাপ হতে পারত অ্যারন ফিঞ্চের। সম্প্রতি তিনি জানিয়েছেন, গেল আইপিএল খেলতে দুবাইয়ে এসে রীতিমতো অন্ধত্ব পেয়ে বসেছিল তাকে!
এখন অবশ্য ফিঞ্চের জীবন চলছে বেশ। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়কত্ব করছেন ভালোভাবেই। আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া দলটির ক্যারিবীয় সফরেও এর ব্যত্যয় ঘটবে না। তবে তার আগে তিনি স্মরণে আনলেন তার ক্যারিয়ারের কিছু বাজে সময়কে। তিনি জানিয়েছেন, গেল বছর আইপিএল খেলতে এসে ঘটেছিল এই ঘটনা।
বিজ্ঞাপন
৩৪ বছর বয়সী এই তারকা রাতের আলোয় ম্যাচ খেলতে গেলেই পড়ছিলেন সমস্যায়। তবে তা নিয়েই গত বছর মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি২০ সিরিজটা খেলেছিলেন তিনি। সেটা কাটাতে করোনা পরবর্তী সময়ে চেষ্টা করেছিলেন কনট্যাক্ট লেন্স পড়ে খেলতে। তাতে হিতে বিপরীতই হয়েছে তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, ‘আমি আইপিএল খেলতে গিয়ে এটা লক্ষ্য করি। একদিন উঠে দেখি কিছু একটা পরিবর্তন হয়েছে, এবং সেটা আমায় খুব অস্বস্তিতে ফেলছে। চোখের সামনে ঝাপসা দেখছিলাম, যেটা একজন ব্যাটসম্যানের জন্য কখনই ভাল বিষয় নয়। আমি কনট্যাক্ট লেন্স ব্যবহার করি কিন্তু সেটাও সেভাবে কাজে আসছিল না।’
বিজ্ঞাপন
এরপর নিউজিল্যান্ড সিরিজেও খেলেছেন তিনি, সেই সমস্যা নিয়েই। এরপরই তিনি ঠিক করেন চোখে অস্ত্রোপচার করাবেন সার্জারি করাবেন। তিন সপ্তাহের মধ্যে নিজের চোখের চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সম্পূর্ণ সুস্থ অজি অধিনায়ক। সেই গল্পই জানালেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে ১০ই জুলাই থেকে।
ফিঞ্চের কথা, ‘আমি এখন খুব ভালো ভাবে বল দেখতে পাই। আমি ইনডোরের কঠিন উইকেটে সেগুলোকে হিট করেছি। আমার মনে হয় রাতের ম্যাচ গুলো সব থেকে বড় পরীক্ষার হতে চলেছে, কারণ আমি আমার চোখের পার্থক্যটা লক্ষ্য করেছি।’
এনইউ/এটি