অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে ব্যাটারদের কাছে পাত্তাই পাচ্ছেন না পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। প্রথম ম্যাচে মাত্র ২.৪ ওভারে ৪৩ রান দেওয়ার পর আজ (শুক্রবার) খরচ করেছেন ৪ ওভারে ৪৯ রান। অবশ্য তার দল ব্রিসবেন হিটের সব বোলারই পার্থ স্করচার্সের বিপক্ষে তুলোধুনোর শিকার হয়েছে। অবশ্য তাদের উদ্ধার করেছে ব্যাটাররা। পার্থের দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়ায় জিতে রেকর্ড গড়ল শাহিনের ব্রিসবেন।

বিগ ব্যাশের ইতিহাসে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। যেখানে ব্রিসবেনের হয়ে সেঞ্চুরি করেছেন জ্যাক উইল্ডারমুথ ও ম্যাট রেনশ। ১ বল এবং ৮ উইকেট হাতে রেখে ২৫৮ রানের লক্ষ্য তাড়ায় সফল হয়েছে ব্রিসবেন। টি-টোয়েন্টিতে অবশ্য এর চেয়ে বড় লক্ষ্য তাড়ায়ও জয়ের রেকর্ড আছে। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২৬২ রানের লক্ষ্য তাড়ায় জিতেছে পাঞ্জাব কিংস। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫৯ রান তাড়ায় জয়ের রেকর্ড রয়েছে। ২০২৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া সেই লক্ষ্য তাড়ায় ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। এদিকে, এতদিন বিগ ব্যাশে সর্বোচ্চ ২৩০ রান তাড়ায় সফল হওয়ার রেকর্ড ছিল। ২০২৩ আসরে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচটি জিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স। আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছে ব্রিসবেন হিট।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারী পার্থ স্করচার্সের। দলীয় ৮ রানেই তারা ওপেনার মিচেল মার্শকে হারায়। দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটিতে দলটির পক্ষে বড় ভিত গড়েন ফিন অ্যালেন ও কপার কনলি। ৩৭ বলে ৬টি করে চার-ছক্কায় ৭৭ রান করেছেন কনলি। অ্যালেন ৩৮ বলে ৩ চার ও ৮ ছক্কায় ৭৯ রান করেছেন। এ ছাড়া অ্যারন হার্ডি ১২ বলে ২৩, নিক হবসন ১১ বলে ২৬ করলে ২৫৭ রানের বড় সংগ্রহ গড়ে পার্থ স্করচার্স।

ব্রিসবেন হিটের পক্ষে ৪৪ রানের বিনিময়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন জাভিয়ের বার্টলেট। এ ছাড়া শাহিনসহ চার বোলার একটি করে উইকেট শিকার করেছেন, তবে তাদের প্রত্যেকেই ১২–এর বেশি গড়ে রান দিয়েছেন। বোলারদের এমন বিপর্যস্ত দিনে অবশ্য ভালোই সঙ্গ দিয়েছেন স্বাগতিক ব্রিসবেনের ব্যাটাররা। বিশেষ করে বড় লক্ষ্য তাড়ায় রেকর্ড জয়ের পথে সেঞ্চুরি করেছেন উইল্ডারমুথ ও রেনশ। দ্বিতীয় উইকেটে দুজন মিলে ২১২ রানের জুটি গড়েন। সেটাই জয়ের পথ সুগম করে ব্রিসবেনের।

অবশ্য লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন ওপেনার কলিন মুনরো। তবে উইল্ডারমুথ ও রেনশ’র জুটি ব্রিসবেনের সেই বিপর্যয় কাটিয়ে গন্তব্যের পথে টেনে নিয়ে গেছেন। রেনশ ৫১ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০২ রানে আউট হলেও অপরাজিত ছিলেন তার সঙ্গী। উইল্ডারমুথ ৫৪ বলে তিনি সমান ৫ চার ও ৯ ছক্কায় ১১০ রান করেছেন। এ ছাড়া ম্যাক্স ব্রায়ান্ট ১৬ বলে ২৮ রান করলে ৮ উইকেটের বড় জয় নিশ্চিত হয় ব্রিসবেনের।

এএইচএস