বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরুর আগেই আলোচনার কেন্দ্রে চট্টগ্রাম রয়্যালস। কেননা দলটির তিনজন বিদেশি ক্রিকেটার বিপিএল শুরুর আগমুহূর্তে নাম প্রত্যাহার করেছেন। প্রথম দিনের অনুশীলন শেষে আজ (মঙ্গলবার) দলের বিভিন্ন বিভাগ নিয়ে কথা বলেছেন ব্যাটিং কোচ তুষার ইমরান। সেখানে স্পষ্ট করে দেন যে, তাদের বোলিং আক্রমণই টুর্নামেন্টের অন্যতম সেরা। 

তুষার বলেন, ‘চট্টগ্রাম রয়্যালসে শরিফুল (ইসলাম) অন্যতম ভালো একজন বোলার এই ফরম্যাটের জন্য। শেখ মেহেদী নতুন বলে বোলিং করে, তানভীরও আছে। এ ছাড়া আবু হায়দার রনি ও সুমন খান আছে। জিয়াউর রহমান, (মুকিদুল) মুগ্ধও আছে। বোলিং ইউনিটটাই সেরা আমাদের।’ 

তবে ব্যাটিং ইউনিট দুশ্চিন্তায় আছেন চট্টগ্রামের ব্যাটিং কোচ, ‘অবশ্যই শরিফুল-মেহেদী দেশের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে। বাংলাদেশের হয়ে খুব ভালো ক্রিকেট খেলছে। সেই তুলনা থেকে বলছি, সেই প্রেক্ষাপট থেকে বলছি। আমাদের বোলিং ইউনিটটা অসাধারণ। আমার কাছে যেটা মনে হয়। ব্যাটিংয়ে কিছু অভাব আছে, সেটা পূরণ করার চেষ্টা করছি।’

এবারের বিপিএলে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে নিয়েছে চট্টগ্রাম। তার মতো খেলোয়াড় থাকায় আশাবাদী তুষার, ‘গত বছরের নাঈম শেখের পারফরম্যান্সই বলে দেবে...সে টপ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। অনেক অলরাউন্ডার আছে, তারপর শেখ মেহেদী-তানভীর আছে। বোলিং ডিপার্টমেন্টটা অসাধারণ। শুধু এখন ব্যাটিংটা যদি সবাই ভালো করে করতে পারে, তাহলে আমাদের ভালো ফলাফল করা সম্ভব।’

টি-টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলতে পারলে যেকোনো দলকেই হারানো সম্ভব বলেও মনে করেন সাবেক এই ক্রিকেটার, ‘চারটা ম্যাচ এখানে (সিলেটে)। যদি দুইটা ম্যাচ বের করতে পারি, দুটিই যদি জিততে পারি... কিন্তু আমাদের মাঠে খেলে জিততে হবে। যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা, ফলাফল (পক্ষে রাখা) সম্ভব। টি-টোয়েন্টি আসলে যে কারো ম্যাচ। যদি ভালো শুরু করতে পারি, মোমেন্টামটা নিতে পারি, তাহলে যেকোনো দলকে হারানো সম্ভব।’ 

এসএইচ/এএইচএস