খুশদিল শাহ

বিপিএলে পারিশ্রমিক নিয়ে সবসময় গড়িমসি দেখা যায়। আসন্ন বিপিএল শুরুর আগেও বকেয়া রয়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির প্রথম ধাপের টাকা। গতবার তো রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট করেছিল। তবে পারিশ্রমিক নিয়ে ইতিবাচক কথা জানালেন রংপুরের তারকা বিদেশি ক্রিকেটার খুশদিল শাহ।

পাকিস্তানের এই ক্রিকেটারের দাবি, দীর্ঘ কয়েক বছর বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতায় কখনই তার পারিশ্রমিক বকেয়া ছিল না। উল্টো বেতনের সঙ্গে বোনাসও নিয়ে গেছেন পাকিস্তানে। 

আজ (বুধবার) রংপুর রাইডার্স নতুন আসর শুরুর আগেই খেলোয়াড়দের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছে। এছাড়া নিয়ম মেনে ২৫ শতাংশ করে পারিশ্রমিক টুর্নামেন্ট শুরুর আগেই পরিশোধ করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। 

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে খুশদিল বলেন, ‘৪-৫ বছর বিপিএল খেলছি, ঢাকা লিগেও খেলেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আমি প্রতিবার পুরো পেমেন্ট পেয়েছি, সঙ্গে আবার বোনাসও পেয়েছি।’

পরে বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানিয়ে খুশদিল আরও বলেন, ‘৮-৯ বছর ধরে বাংলাদেশে আসা হচ্ছে। ভালো না লাগলে তো আসতাম না।’বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া পারফর্ম করতে পেরেছি। যখনই খেলি পারফর্ম করি। বিপিএল আমার জন্য অবশ্যই সৌভাগ্যের। গত বিপিএলে ভালো খেলায় জাতীয় দলে ফিরতে পেরেছিলাম। আমার বিশ্বাস এ বছরও ভালো খেলব এবং দলকে জেতাব।’

এরপরে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির প্রশংসা করে বলেন, ‘রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, আল্লাহর কাছে শুকরিয়া। খেলোয়াড়দের ওপর নির্ভর করছে কে কতটা শিখতে চায়। বাংলাদেশের যে তরুণ ক্রিকেটারদের দেখছি, ৫-৬ বছর পর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’

এসএইচ/এফএইচএম