৪৯ রানে গুটিয়ে গিয়ে মিলারের দলের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
মিডল অর্ডারে ধস নামান নর্কিয়ে
এসএ টি-টোয়েন্টির গত মৌসুমে বোল্যান্ড পার্কে অপরাজিত ছিল পার্ল রয়্যালস। নতুন আসরে ঘরের মাঠে তারা পাত্তাই পেলে না তিনবারের ফাইনালিস্ট সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে। টুর্নামেন্ট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ল ডেভিড মিলারের দল। আর দ্বিতীয় সর্বোচ্চ জয়ে বোনাস পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইস্টার্ন কেপ।
আগে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো ও কুইন্টন ডি ককের ৬৬ রানের উদ্বোধনী জুটি ভালো শুরু এনে দেয় ইস্টার্ন কেপকে। পঞ্চম উইকেটে ম্যাথু ব্রিজকে ও জর্ডান হারমানের ৭৩ রানে ৪ উইকেটে ১৮৬ রান করে তারা, এই ভেন্যুতে যা তৃতীয় সর্বোচ্চ।
বিজ্ঞাপন
পার্ল ছয় জন বোলারকে দিয়ে বল করায়। জার্সির আন্তর্জাতিক ক্রিকেটার আসা ট্রাইব মাত্র এক ওভার বল করে ১ রান দেন। বাকি বোলারদের প্রত্যেকে ওভারে আট বা তার বেশি রান দেন।
লক্ষ্যে নেমে দুই ওভারেই পার্ল ৭ রানে ২ উইকেট হারায়। তারপর টুর্নামেন্টের সর্বনিম্ন স্কোর ৪৯ রানে অলআউট হয়। ২০২৪ সালে এই ইস্টার্ন কেপের বিপক্ষেই প্রিটোরিয়া ক্যাপিটালসের ৫২ রান ছিল এতদিন সর্বনিম্ন।
বিজ্ঞাপন
ইনিংসের তৃতীয় বলে লুয়ান দ্রে প্রিটোরিয়াসকে ফিরিয়ে মার্কো জানসেনের ধাক্কা শুরু। তারপর আনরিখ নর্কিয়ের দুর্দান্ত বোলিংয়ে ১২তম ওভারের এক বল বাকি থাকতে পঞ্চাশের আগেই অলআউট পার্ল। তাদেতর পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন আসা। এছাড়া দুই অঙ্কের ঘরে রান কাইল ভেরিয়েন্নের (১১)।
নর্কিয়ে ৩ ওভারে ১৩ রান দিয়ে চার উইকেট নেন। দুটি করে উইকেট পান অ্যাডাম মিলনে ও থারিন্দু রত্নায়েকে।
ইস্টার্ন কেপের মতো প্রতিপক্ষের মাঠে এদিন প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছে জোবার্গ সুপার কিংস ও ডারবান সুপার জায়ান্টস। দুই দলের সমান ৪ পয়েন্ট। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টার্ন কেপ।
এফএইচএম/