জয় দিয়ে বিপিএল শুরু করলেও পরের ম্যাচেই হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। সবশেষ ম্যাচে গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এই হারে দলের ব্যাটারদের দায় দেখছেন রাজশাহীর সিনিয়র সহকারী কোচ রাজিন সালেহ।

দ্বিতীয় ম্যাচের হার নিয়ে পরে রাজিন বলে, 'হ্যাঁ, দ্বিতীয় ম্যাচ আমরা হেরে গিয়েছি দুর্ভাগ্যবশত। কারণ টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আসলে মোমেন্টামটা ধরা খুব জরুরি ছিল। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মোমেন্টামটা ধরতে পারিনি।'

'আমাদের টপ অর্ডার একটু কলাপ্স করছে। ওখান থেকে কিছুটা অবদান পেলে আমাদের জন্য একটু ভালো হতো।'-যোগ করেন তিনি।

প্রথম ম্যাচের জয় নিয়ে রাজিন সালেহ বলেন, 'আলহামদুলিল্লাহ, জয়ের শুরুটা তো অনেক ভালো হয়েছে। আমরা ১৯০ রান আমরা তাড়া করেছি এবং প্রথম ম্যাচটাই জয় হয়েছে।'

ঢাকার বোলিং আক্রমণের প্রশংসা করে রাজশাহী ওয়ারিয়র্সের এই কোচ বলেন, 'তাদের (ঢাকা) দুইটা পেস বোলার আছে, বিদেশি দুইটা পেস বোলার এবং স্লগে যারা বল করেছে খুবই ভালো বল করেছে। এজন্য হয়ত ম্যাচটা আমরা ধরতে পারিনি।'

অধিনায়ক শান্তকে নিয়ে রাজিন সালেহ বলেন, 'আর শান্তর আসলে যে স্বাভাবিক খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয় আসলে এটা নিতান্তই ভুল। ও প্রমাণ করেছে এবং ওর স্বাভাবিক যে ক্রিকেট খেলাটা ও আসলে খেলছে এবং সে পারফর্ম করছে।'

এসএইচ/এইচজেএস