পুন্ডুচেরি অধিনায়ক ও অলরাউন্ডার আমান খান রেকর্ডবুকে নাম লিখলেন, যে রেকর্ড কারো কাম্য নয়। বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খন্ডের বিপক্ষে ১০ ওভারে ১২৩ রান দিয়েছেন তিনি। পুরুষদের লিস্ট এ ম্যাচে এটাই সবচেয়ে খরুচে বোলিং।

কুমার কুশাগরার শতক ও অনুকুল রায়ের ৯৮ রানের সুবাদে আহমেদাবাদে ঝাড়খন্ড ৭ উইকেটে ৩৬৮ রান করে। ১০ ওভারের বোলিং কোটা পূরণ করা তিন জনের একজন আমান, কিন্তু তার ইকোনমি রেট ১২.৩। পুন্ডুচেরি জবাব দিতে নেমে ৪১.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয়।

লিস্ট এ ম্যাচে সবচেয়ে বেশি রান হজম করার আগের রেকর্ড অরুণাচল প্রদেশের পেসার মিবোম মোসুর, এই মাসের শুরুতে বিহারের বিপক্ষে ৯ ওভারে ১১৬ রান দেন তিনি। সেটাও ছিল বিজয় হাজারে ট্রফির ম্যাচ। তবে ওই খেলায় দৃষ্টি কাড়েন সূর্যবংশী বৈভব। বিহারের ব্যাটার মাত্র ১৪ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেন।

আমানের লিস্ট এ ম্যচে অভিষেক ২০২১ সালে মুম্বাইয়ের হয়ে। পরে তিনি পুন্ডুচেরিতে যোগ দেন। সম্প্রতি চেন্নাই সুপার কিংস তাকে ৪০ লাখ রুপিতে কিনেছে। তার আগে ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। ২০২২ সালে তার আইপিএল অভিষেক হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। 

এফএইচএম/