আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন অস্ট্রেলিয়ার ২ তারকা
ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিল) বা নারী আইপিএলের চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ৯ জানুয়ারি। যার জন্য নিলাম হয়েছে এক মাস আগে। আসন্ন ডব্লিউপিল শুরুর আগে দুই অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন। এ ছাড়া ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে ডাক পাওয়ায় আইপিএল খেলবেন না যুক্তরাষ্ট্রের তারা নরিস।
এদিকে, অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটারসহ তিনজনের বদলিও ইতোমধ্যে ঘোষণা করেছে নারী আইপিএলের সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। দিল্লি ক্যাপিটালস সাদারল্যান্ডের বদলি হিসেবে আরেক অজি লেগস্পিনার অ্যালানা কিং এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেরির জায়গায় ভারতীয় ক্রিকেটার সায়ালি সাটগারেকে নিয়েছে। এ ছাড়া উত্তরপ্রদেশ (ইউপি) ওয়ারিয়র্স তারা নরিসের বদলি হিসেবে দলে ভিড়িয়েছে অজি ব্যাটিং অলরাউন্ডার চারলি নটকে।
বিজ্ঞাপন
এলিসে পেরি এখন পর্যন্ত অনুষ্ঠিত তিন মৌসুমেই বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। আসন্ন আসরের জন্য তাকে ২ কোটি রুপিতে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। নারী আইপিএলের ইতিহাসে পেরি দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক, ২০২৪ সালে প্রথমবার বেঙ্গালুরুর শিরোপা জয়েরও অন্যতম নায়ক এই অজি তারকা। পেরির জায়গায় ডাক পাওয়া সাটগারে ভারত জাতীয় দলের জার্সিতে তিনটি ওয়ানডে খেলেছেন, গত দুই ডব্লিউপিএলে ৪ ম্যাচ খেলেন গুজরাট জায়ান্টসের হয়ে। কিন্তু এবারের নিলামে দল পাননি। পেরির অনুপস্থিতিতি সেই সুযোগ করে দিয়েছে। বেঙ্গালুরু সাটগারের নিয়েছে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে।
— Womens Premier League (WPL) (@wplt20) December 30, 2025
আরেক অজি তারকা সাদারল্যান্ড গত দুই আইপিএল খেলেছেন দিল্লির হয়ে, প্রথম আসরে ছিলেন গুজরাটে। এবারও দিল্লি সাদারল্যান্ডকে ২.২ কোটি রুপিতে রিটেইন করেছিল। তার অনুপস্থিতিতে ডাক পাওয়া অ্যালানা কিং গত আসরে উত্তরপ্রদেশের হয়ে স্রেফ এক ম্যাচ খেলেছেন। যদিও তিনি অস্ট্রেলিয়ার একাদশে নিয়মিত সদস্য। সর্বশেষ নারী বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে ১৩ ম্যাচে নেন ১২ উইকেট। হয়েছেন রানার্সআপ।
বিজ্ঞাপন
এ ছাড়া নরিসের বদলে দল পাওয়া অস্ট্রেলিয়ার চারলি নটের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তবে বিগ ব্যাশের ৬ মৌসুম ও দ্য হান্ড্রেডের দুই আসরে খেলেছেন এ অলরাউন্ডার। এর আগে মার্কিন তারকা নরিসকে ১০ লাখ রুপিতে দলে নিয়েছিল উত্তরপ্রদেশ। একই দামে চারলি নটকে নিয়েছে তারা।
এএইচএস