‘পাকিস্তান ও বাংলাদেশ এক নয়, ভিন্ন আচরণ করা উচিত ছিল ভারতের’
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স আইপিএল স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। তাদের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বোর্ডের একজন প্রাক্তন উর্ধ্বতন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে আইএএনএস-কে তিনি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আইসিসি ইভেন্ট যখন ঘনিয়ে আসছে তখন এমন সিদ্ধান্ত অযৌক্তিক এবং সময়োপযোগী নয়। তিনি এ-ও বলেন, বাংলাদেশ পাকিস্তান নয় এবং তাদের সঙ্গে ভিন্ন আচরণ করা উচিত।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি একদমই বুঝতে পারছি না কোন ধরনের সিদ্ধান্ত ছিল এটা। বাংলাদেশ ও পাকিস্তান তো এক নয়। একই বন্ধনীতে তাদের রাখা যাবে না। তারা তো শত্রু দেশ নয়। যদি তাদের নীতি হয় পাকিস্তানের মতো আচরণ করা, তাহলে তাদের পুরোপুরি নিষিদ্ধ করে দিক। আগামী মাসে বিশ্বকাপ এবং ভারত বাংলাদেশকে আতিথ্য দিতে চলেছে। কীভাবে এটা ন্যায্য হয়? বাংলাদেশে যা হয়েছিল সেটা ছিল ভুল, কিন্তু সেগুলো ছিল জনতার রোষ। এই ধরনের বিষয়গুলো সব জায়গায় বিদ্যমান।’
ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে আজ (শনিবার) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে– মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।
বিজ্ঞাপন
দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই কলকাতা মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা বিবৃতি দিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’
এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’
এফএইচএম/