নাসুম আহমেদের উইকেট উদযাপন।

নোয়াখালী ওয়ারিয়র্সকে লজ্জার রেকর্ডে ফেলে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটানস। বল হাতে একাই নোয়াখালীর ব্যাটিং লাইনআপে ধস নামান সিলেটে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নিয়েছেন পাঁচটি উইকেট। তাতেই এক অনন্য রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটানস ও নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচ করেন নাসুম আহমেদ। উইকেট নিয়েছেন পাঁচটি। বিপিএলে স্পিনারদের মধ্যে এটাই সেরা বোলিং ফিগার।

এর আগে স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ৩.৫ ওভার বল করে ৫ উইকেটে নিতে সাকিব খরচ করেছিলেন ১৬ রান। ২০১৭ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে রংপুর রাইডার্সের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন সাকিব। অবশ্য এত ভালো বল করেও দলকে জেতাতে পারেননি সাকিব। রংপুরের কাছ ৩ রানে হেরেছিল ঢাকা।

এদিকে বিপিএলর ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি পেসার তাসকিন আহমেদের দখলের। বিপিএলের গত আসরে রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে মাত্র ১৯ রান খরচ করে একাই সাতটি উইকেট নিয়েছিলেন তিনি। তালিকার দুই নম্বরে অবস্থান মোহাম্মদ আমিরের ১৭ রানের খরচায় তিনি নেন ছয়টি উইকেট।

 

এমএমএম