মঈনের শেষের ঝড়ে বড় সংগ্রহ সিলেটের
পারভেজ হোসেন ইমনের দারুণ ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিল সিলেট টাইটান্স। তবে মাঝের ওভারগুলোতে খুব বেশি রান তুলতে পারেনি তারা। মিডল অর্ডার ব্যাটারদের ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচে পিছিয়ে পড়েছিল সিলেট। তবে উইকেট হাতে থাকায় শেষদিকে রীতিমতো ঝড় তুলে তারা। বিশেষ করে মঈন আলি ৮ বলে করেছেন ২৮ রান। দারুণ ফিনিশিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে সিলেট।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে সিলেট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন আরিফুল ইসলাম।
বিজ্ঞাপন
দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল সিলেট। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান যোগ করেন ইমন ও তৌফিক খান। ১৭ রান করে তৌফিক বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর ইমনও আর বেশিক্ষণ টিকতে পারেননি। ২৪ বলে ৩২ রান এসেছে তার ব্যাট থেকে।
তিনে নেমে দেখে-শুনে খেলেছেন আরিফুল ইসলাম। বিপিএল অভিষেকেই প্রতিভার ছাপ রেখেছেন এই টপ অর্ডার ব্যাটার। ২৯ বলে ৩৮ রান করেছেন তিনি। যা দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ।
বিজ্ঞাপন
শেষদিকে দারুণ ব্যাটিং করেন আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলীরা। ২৩ বলে ৩৩ রান করেছনে আজমতউল্লাহ। আর মঈনের ব্যাট থেকে এসেছে ৮ বলে ২৮। এ ছাড়া ৪ বলে অপরাজিত ৯ রান করেছনে ইথান ব্রুকস, মিরাজ অপরাজিত ছিলেন ২ বলে ৭ রান করে।
এইচজেএস