হকি, কাবাডি, অ্যাথলেটিকসে স্বর্ণজয়ী জয়িতা এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের জন্য গতকাল (বৃহস্পতিবার) ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। ক্রিকেটার হওয়ার আগে তার পরিচয় ছিল হকি খেলোয়াড় হিসেবে। এছাড়া কাবাডি, অ্যাথলেটিকসের থ্রো ইভেন্টেও পারদর্শী তিনি। ২০২৩ সালে দ্বিতীয় যুব গেমসে একই দিনে তিনটি ভিন্ন খেলায় সোনা জিতে আলোচনায় আসা এই খেলোয়াড় এবার ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
গত বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন জয়িতা। ৬ ইনিংসে ব্যাট করে ৭০ রান করেছেন তিনি। গত কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টে ভালো করার পুরস্কার পেলেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ৭ ইনিংসে ১৩১.২৫ স্ট্রাইক রেটে করেন ১৮৯ রান।
বিজ্ঞাপন
ওই টুর্নামেন্টের পরে বিশ্বকাপের বাছাইয়ের ২০ জনের ক্যাম্পে ডাক পান জয়িতা। সেখান থেকে এবার সুযোগ পেলেন জাতীয় দলে। নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, জয়িতাকে বিশ্বকাপ বাছাইয়ের বেশিরভাগ ম্যাচে খেলানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের।
ঢাকা পোস্টকে শিপন বলেন, ‘জয়িতার মধ্যে ভালো প্রতিভা রয়েছে। তার হাতে দারুণ পাওয়ার রয়েছে। ওপেনিংয়ের জন্যই আমরা তাকে বিবেচনা করেছি। মূলত পাওয়ার প্লেতে যদি সে ভালো শুরু এনে দিতে পারে, দলের জন্যই ভালো। বিশ্বাস করি তার মধ্যে সেই সক্ষমতা রয়েছে। ভালো করলে বিশ্বকাপে সুযোগ তো আসবেই।’
বিজ্ঞাপন
ক্রিকেটার হওয়ার আগে হকির জাতীয় দলেও খেলেছেন জয়িতা। জাতীয় দলের হয়ে দুটি সিরিজে খেলেছেন তিনি৷ দেশের বাইরেও গিয়েছেন খেলতে। ২০২৩ সালের যুব গেমসে হকি, কাবাডি ও শট পুটসে সোনা জয়ী এই খেলোয়াড়ের ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক হলে চারটি ভিন্ন খেলায় দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন তিনি।
এসএইচ/এফএইচএম