বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় বেলজিয়ামের লিগে খেলবেন ডুসেন
ইউরোপীয় টি–টোয়েন্টি লিগ (ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম) নামে নতুন একটি টি-টোয়েন্টি লিগের আয়োজন করছে বেলজিয়াম। এই লিগে নাম লিখিয়েছেন রাসি ভন ডার ডুসেন।
২০২৬ সালে শুরু হতে যাওয়া এই লিগে নাম লেখানো প্রথম বড় তারকা ডুসেন। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে জায়গা না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম লিগের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ২০২৫ সালের অক্টোবরে। এই টুর্নামেন্টের প্রথম আসর মাঠে গড়াতে পারে আগামী বছরের মে–জুনে।
ছয়টি দল নিয়ে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে অ্যান্টওয়ার্প, ব্রুজ, লুভেন, লিয়েজ, গেন্ট ও ব্রাসেলস শহরের প্রতিনিধিরা। লিগটির অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার হয়ে এক সময় নিয়মিত খেলা ডুসেন এখন অনেকটাই অনিয়মিত। ২০২৫ সালের আগস্টে সর্বশেষ জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন তিনি।
এইচজেএস