খেলোয়াড়ি জীবনে নিজেকে নিয়ে গিয়েছিলেন কিংবদন্তি পর্যায়ে। রঙ্গনা হেরাথের কোচিং ক্যারিয়ারটা শুরু হচ্ছে বাংলাদেশে, স্পিন বোলিং কোচ হিসেবে। খেলোয়াড় হিসেবে যেখানে গেছেন এই শ্রীলঙ্কান, কোচিং ক্যারিয়ারেও ওই পর্যায়ে যেতে পারবেন কি না, তা বলবে সময়।

আপাতত হেরাথ বলছেন, বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে পেরে নিজে বোধ করছেন সম্মানিত। জানিয়েছেন, তিন বছর আগে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর এখন মনে হয়েছে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া যায় অন্যদের সঙ্গে। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেছেন হেরাথ। 

তিনি বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পারা অনেক সম্মান ও মর্যাদার। যেকোনো সাবেক ক্রিকেটারের মতোই আমারও কোচিংয়ের আকাঙ্ক্ষা ছিল। কোনো একটা বড় দলের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে স্বপ্নের মতো। তিন বছর হয়ে গেছে আমি অবসর নিয়েছি। এখন মনে হয়েছে আমার জ্ঞান ও অভিজ্ঞতা স্পিনারদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়।’

কেন বাংলাদেশকে বেছে নেওয়া? হেরাথ জানিয়েছেন এই কারণও। তিনি বলছেন, নিজের দেশ শ্রীলঙ্কার সঙ্গে সবদিক থেকে মিল থাকাতেই বেছে নেওয়া বাংলাদেশকে। দাবি করছেন, বাংলাদেশের অনুশীলনের ধরণসহ জানেন সবকিছুই।  

এই লঙ্কান বলেন, ‘মানসিক, পরিবেশগত ও সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রায় একই রকম। আমার বাংলাদেশকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে, আমি তাদের মানিসক অবস্থা, প্রস্তুতি ও অনুশীলনের পদ্ধতি সবকিছুই জানি। আর শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করলে, এটা একই রকম আসলে।’

এমএইচ