নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে ক্রিকেট বোর্ডের আরও চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানান তামিম ইকবাল। যাকে কেন্দ্র করে বিসিবির অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলাম বাংলাদেশি ওপেনার তামিমকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেন। যা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

বিসিবি পরিচালকের ওই মন্তব্যের জেরে এবার সেই পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সিলেটে তিনি আজ বলেন, ‘‘তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে এটা লিখেছেন। আমরা তাকে বলেছি একটা রিজয়েন্ডার দিতে। আমার মনে হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের একজন অধিনায়ক হিসেবে তামিম যে পারফর্ম করেছে, তাকে নিয়ে কিছু লেখার আগে আমাদের একটু চিন্তা করার ও সম্মান দেখানোর দরকার।’’

‘রিজয়েন্ডার’ দেওয়াকে কারণ দর্শানোর নোটিশ বলা যায় কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘হ্যাঁ।’

তিনি আরও জানান, আগামী ২৪ জানুয়ারি সম্ভাব্য বোর্ড সভায় বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে। তিনি বলেন, ‘‘তিনি (নাজমুল) নিজেও একজন পরিচালক। আমাদের বোর্ড মিটিং আছে, তখন আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব।’’

 

এসএইচ/এমএমএম