আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগে আরো একটি ফ্র্যাঞ্চাইজি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিছু দিন আগেই বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, মুলতান সুলতানসের মালিকানা আগামী আসরে বোর্ডের কাছেই থাকবে। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো পিসিবি।

পিসিবি সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, পিএসএলের বাকি দুই ফ্র্যাঞ্চাইজির সফল দরপত্র সম্পন্ন হওয়ার পরই এমন সিদ্ধান্ত নেয় পিসিবি। কয়েক দিনের মধ্যেই নিলাম প্রক্রিয়ার জন্য বিজ্ঞাপন দেবে বোর্ড।

২০২১ আসরের চ্যাম্পিয়ন দল মুলতান সুলতানস। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছিল এতদিন আলি খান তারিনের। তবে একাধিকবার বোর্ডের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে তারিনকে মালিকানা থেকে বাতিল করেছে পিসিবি।

সর্বশেষ আসরের পর থেকেই তার কর্মকাণ্ডে বিব্রত পিসিবি। এরই মধ্যে তাকে আইনি নোটিশও পাঠিয়েছিল বোর্ড। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আইনি নোটিশ পাঠায় পিসিবি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেওয়া হয় আলি তারিনকে। পরে এক ভিডিওতে দেখা যায় তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেন।

পিসিবির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মুলতান মালিকের বিরুদ্ধে। এসবের অভিযোগের পরও তারিন কোনো কিছুতেই পাত্তা দেননি বোর্ডকে। ফলে শেষ পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বোর্ড।

কিছু দিন আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন মুলতানের মালিকানায় বোর্ড নিজেই থাকবে। তিনি বলেছিলেন, 'ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য আগামী ৭-৮ দিনের মধ্যেই একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।'

এইচজেএস