ছবি: বিসিবি

করোনা সংক্রমণের পর বাংলাদেশ ক্রিকেট দল বাইশ গজে ফিরেছে বটে, তবে আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া হয়নি। কথা ছিল অক্টোবরে শ্রীলঙ্কা সফর করবে টাইগাররা। তার জন্য অনুশীলন শুরু হলেও শেষপর্যন্ত হয়নি লঙ্কা সফর। এবার বাংলাদেশে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের মুখোমুখি হওয়ার আগে ব্যস্ততম একটি দিন পার করলো টাইগাররা।

সমর্থকরা যেন ধরেই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ৫টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল, সব কটিতেই ফলাফল আসবে স্বাগতিকদের পক্ষে। রীতিমতো দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে উইন্ডিজ। সেখানে পরিষ্কার ফেভারিট টাইগাররা। তবে তার জন্য পূর্ণ প্রস্তুতির প্রয়োজন খেলোয়াড়দের। মূল মঞ্চে নামার আগে হাতে ১০ দিনের মতো সময় নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন খেলোয়াড়রা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর প্রাপ্তির খাতা এখনো শূন্য লাল-সবুজের প্রতিনিধিদের। ভারতের বিপক্ষে ২টি ও পাকিস্তানের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে পরাজয়ের বিষাদ গায়ে মাখতে হয়েছে। তাতে নামের পাশে যোগ হয়নি কোনো পয়েন্ট। এখনো মাঠে নামা হয়নি বিশ্বকাপ সুপার লিগের ম্যাচে। এখানেও শক্ত পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের জন্য।

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে বাংলাদেশ দলের। যেখানে ৩টি ওয়ানডের সঙ্গে টেস্ট আছে ২টি। এই সিরিজ খেলতে শক্তিমত্তায় দুর্বল দলই নিয়ে এসেছে ক্যারিবীয়রা। এজন্য দীর্ঘদিন পর মাঠে ফিরলেও বাংলাদেশের লক্ষ্য ৫-০ ব্যবধানে দুই সিরিজ শেষ করা।

এতে অবশ্য লাভই হবে বাংলাদেশের। বিশ্বকাপ সুপার লিগের শুরুটা হবে আকর্ষণীয়। টেস্ট দুইটিতে হারানো গেলে মিলবে পূর্ণ ১২০ পয়েন্ট। তবে কাগজকলমের এই হিসেবে মিলাতে গেলে তার জন্য ব্যাট-বলে জবাব দিতে হবে খেলোয়াড়দের। এজন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা।

জৈব সুরক্ষা বলয় মেনে রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টায় অনুশীলন শুরু হয়। যেখানে ওয়ানডে দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২৪ ক্রিকেটার ছাড়াও এই অনুশীলনে যোগ দেন টেস্ট স্কোয়াডের তিন সদস্য আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

অনুশীনের শুরুতে ২০ মিনিট হালকা রানিং করে গা করেন করেন তারা। এরপর ৮ জন তরুণ ক্রিকেটারকে নিয়ে ফিল্ডিং অনুশীলন করান ফিল্ডিং কোচ রায়ান কুক। বাকিরা যোগ দেন ইনডোরের নেটে। সেখানে ব্যাট-বল হাতে স্কিল ঝালিয়ে নেন তারা। শুরুতে এক নেটে ব্যাটিং শুরু করেন মুশফিকুর রহিম। কিন্তু অন্যপাশের নেটে চোখ আটকে যায় গণমাধ্যম কর্মীদের। 

প্রায় ৩০ মিনিট ধরে স্পিনারদের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেন তামিম ইকবাল। সেখানে নিয়মিত বল করতে দেখা যায় সাকিব আল হাসানকে। সাথে মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদরাও হাত ঘোরান। হেড কোচ রাসেল ডমিঙ্গো ছাড়া স্পিন বিভাগের দায়িত্ব পাওয়া সোহেল ইসলাম পুরো সময় দাঁড়িয়ে ব্যাটসম্যান আর বোলারদের গতিবিধি পর্যবেক্ষণ করেন।

নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাকিরাও। সাকিব যখন ব্যাট হাতে নামলেন, তখন গতির ঝড় তুলতে দেখা যায়; তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রুবেল হোসেনদের। একই নেটে সাকিবকে প্রায় ২৫ মিনিট ধরে বল করেন সৌম্য সরকার। তবে এদিনও ব্যাটিংটা জুতসই হচ্ছিলো না সাকিবের। মাঝে অবশ্য দু’বার হেড কোচের বাহবা পেয়েছেন তিনি।

স্কিল অনুশীলন শেষে ফিল্ডিং কোচ কুকের ক্লাসে যোগ দেন বাকিরা। সেখানে দুপুর ১টা পর্যন্ত চলে ক্যাচ নেওয়ার অনুশীলন পর্ব। তবে টেস্ট দলের বাকি তিন সদস্য আরো ৩০ মিনিট নিজেদের ঝালিয়ে নিয়েছেন। সব শেষ রানিং করে প্রথম দিনের ব্যস্ততম অনুশীলনের ইতি টানেন তারা। সোমবারের অনুশীলন শুরু দুপুর ১.৩০ মিনিট থেকে, চলবে ৪.৩০ মিনিট পর্যন্ত।

এক নজরে ওয়ানডে দলের প্রাথমিক দল-

তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী রাব্বি, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান এবং রুবেল হোসেন।

টিআইএস/এটি/এনইউ