টি-টোয়েন্টি বিশ্বকাপে কাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ?
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে এখনো সমীহ জাগানিয়া দলে পরিণত হতে পারেনি বাংলাদেশ। ফলে ২০২১ টি-টোয়েন্টির বিশ্ব আসরে আফগানিস্তান সরাসরি সুপার টুয়েলভে খেললেও আগে প্রথম পর্বের বাধা টপকাতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
আজ (শুক্রবার) আইসিসি জানিয়েছে প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে কারা। এখনো সূচি প্রকাশ না হলেও আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জনিয়েছে, প্রথম পর্বে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’ তে। এই গ্রুপের বাকি দলগুলো স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান। ‘এ’ গ্রুপের চার দল যথাক্রমে; শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
বিজ্ঞাপন
নিয়ম অনুযায়ী প্রতি গ্রুপের চার দলের মধ্য থেকে দুই দল যাবে সুপার টুয়েলভে। যেখানে আগে থেকেই আছে সর্বমোট ৮টি দল। সব মিলিয়ে ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সুপার টুয়েলভে।
বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলতে হবে গ্রুপ-২ এ। এই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়াও গ্রুপ-২ এর বাকি দুই দল নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপের রানার-আপ দলও খেলবে এই গ্রুপে।
বিজ্ঞাপন
সুপার টুয়েলভে গ্রুপ-১ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগ দিবে প্রথম পর্বের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার-আপ দল।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি এখনো প্রকাশিত না হলেও আগামী ১৭ অক্টোবর শুরু হবে এবারের আসর শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে।
টিআইএস/এনইউ