২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নুরুল হাসান সোহানের। তবে জাতীয় দলের জার্সি বেশিদিন ধরে রাখতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দুই বছরের মধ্যে তিন ফরম্যাটের কাপ মাথায় তুললেও ১৩টির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে হাল না ছেড়ে সামর্থ্যের প্রমাণ দিতে থাকেন সোহান। দীর্ঘদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আবার বাংলাদেশ দলের হয়ে মাঠে নামেন। ফিরেই বাজিমাত সোহানের। 

অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পুরষ্কার পেলেন সোহান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জায়গা পেয়েছেন তিনি। সেই ২০১৭ সালের জানুয়ারিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন সোহান। প্রায় সাড়ে চার বছর পর আবার টি-টোয়েন্টি দলে ফিরলেন।

এদিকে নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরে অন্য দুই ফরম্যাটে খেললেও এখনো টি-টোয়েন্টিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। সবশেষ ২০১৯ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। প্রায় ২৩ মাস পর আবার কুড়ি ওভারের ফরম্যাটে ফিরলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

বাংলাদেশ দল সবশেষ টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড সফরে। সেই সিরিজের শেষ ম্যাচে থাকলেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে জায়গা হারিয়েছেন মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

টিআইএস/এটি