ফাইল ছবি

করোনাভাইরাসের জন্য বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো দুই দফা পিছিয়েছে। মার্চের শেষ সপ্তাহে ও জুনে অবশিষ্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার নতুন সূচিও দিয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সেই সূচিতে ২৫ মার্চ বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে ও জুনে ভারত এবং ওমানের বিরুদ্ধে হোম ম্যাচ খেলার কথা বাংলাদেশের। 

সম্প্রতি ওমান এবং কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোর জন্য স্বাগতিক হতে চেয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

তিনি বলেন, ‘ওমান এবং কাতার উভয়ই বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোর জন্য স্বাগতিক হওয়ার প্রস্তাব দিয়েছে। মার্চের শেষ সপ্তাহে এক সপ্তাহের মধ্যে বাকি ম্যাচগুলো তারা করতে চায়।’
 
বাংলাদেশের ঘরের মাঠে তিনটি ম্যাচ রয়েছে। হোম ম্যাচের সুবিধা বাংলাদেশ ছাড়তে নারাজ বলে জানিয়েছেন কাজী নাবিল, ‘আমাদের তিনটিই হোম ম্যাচ। আমরা হোমেই খেলতে চাই। ইতোমধ্যে ওমান এবং কাতারকে সেটা জানিয়েও দিয়েছি।’
 
করোনা পরিস্থিতি সারা বিশ্বে খারাপ হচ্ছে। ভারতে করোনা পজিটিভ বাড়ছে। আফগানিস্তানে খেলার পরিস্থিতি নেই। বাংলাদেশেও করোনা পজিটিভের প্রকৃত সংখ্যা নিয়ে উন্নত বিশ্বের প্রশ্ন রয়েছে। তুলনামূলক কাতার ও ওমানে সংখ্যাটা কম। ভারত, আফগানিস্তান যদি ওমান ও কাতারে ম্যাচ খেলতে রাজি থাকে সেক্ষেত্রে শুধু বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে ওমান-কাতারের। 

এই প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘ভারত ও আফগানিস্তান কি সিদ্ধান্ত দেবে এটি তাদের ব্যাপার। আমরা এখনো হোম ম্যাচের পক্ষেই রয়েছি।’
 
কোচ জেমি ডে ঢাকা পোস্টকে ইংল্যান্ড থেকে জানিয়েছেন, ‘এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা হোমের সুবিধা ছাড়তে পারি না। যদি ওই তিনটি ম্যাচ বাইরে গিয়ে খেলতে হয়। তাহলে ছয় ম্যাচের মধ্যে পাচটিই অ্যাওয়ে হবে আমাদের। এটা নিরপেক্ষতা হয় না।’

জাতীয় দল কমিটির সভায় ম্যানেজার নিয়োগ, বঙ্গবন্ধু গোল্ডকাপ, কোচিং স্টাফ সহ সকল বিষয় আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বলে জানান কাজী নাবিল, ‘কাতার ও ওমানের এই প্রস্তাবে আমাদের অন্য বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে পারিনি। কারণ বিশ্বকাপের ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের সুরাহা না হওয়া পর্যন্ত অন্য কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।’

ভারত, আফগানিস্তান কাতার বা ওমানে গিয়ে খেলতে রাজি থাকলে এবং সামগ্রিক প্রেক্ষাপটে এএফসি-ফিফা এটি অনুমোদন দিলে বাংলাদেশের অনিচ্ছা সত্ত্বেও কাতার বা ওমানে গিয়ে খেলতে হবে।  ই গ্রুপে পাঁচটি দল হলো বাংলাদেশ, ভারত, ওমান, আফগানিস্তান ও কাতার।

এজেড/এমএইচ/এটি