মিরপুরের আবহটা আজ অন্যরকম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ, দিনটা তো একটু আলাদা হবেই। কিন্তু এর মধ্যেই বাগড়া দিয়ে বসল বৃষ্টি, পিছিয়ে গেল আজকের ম্যাচের টস। 

বিকেল ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় স্টেডিয়াম ও আশেপাশের এলাকায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে, পরে হঠাৎ শুরু হয় ঝুম বৃষ্টি। তাতে ঢাকতে হয় পিচ। টসের আধা ঘণ্টা বাকি থাকতে এমন বৃষ্টি, স্বভাবতই সময় মতো হতে পারেনি টস। 

অবশ্য মিরপুরের ড্রেনেজ ব্যবস্থার সুনাম আছে বেশ। বৃষ্টি থেমে গেলে মাঠ প্রস্তুতে লাগবে আধা ঘণ্টার মতো সময়। খেলা হওয়ার ব্যাপারে এখনো আশাবাদী সংশ্লিষ্ট সবাই।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৩ রানে জয় পায় টাইগাররা, দ্বিতীয় ম্যাচে জেতে ৫ উইকেটের ব্যবধানে। আজ জিতলেই প্রথমবারের মতো অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে সিরিজ জিতবে বাংলাদেশ। এখন দেখার বিষয় বৃষ্টি তাতে বাধা হয়ে দাঁড়ায় কি না।

এমএইচ/জেএস