বাংলাদেশকে হারাবে, এমন আত্মবিশ্বাসই নেই অস্ট্রেলিয়ার!
দুই ম্যাচ বাকি থাকতেই হয়ে যাবে সিরিজের মীমাংসা, আর তাতে বিজিতের পাশে থাকবে দল, এমন কিছু কি ঘোরতর দুঃস্বপ্নেও ভেবেছিল অস্ট্রেলিয়া? সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে দলটির বাস্তবতা। দুঃস্বপ্নের এই সফরে সিরিজ হার নিশ্চিতের পর হতাশা ঝারলেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথিউ ওয়েড। বললেন, সহজে রান তাড়া করে জেতার বিশ্বাসটাই হারিয়ে গেছে দল থেকে!
গতকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হারের ফলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। প্রথম হারের পরেই যেখানে অজি সংবাদ মাধ্যম সেটাকে দেখছিল নতুন নিচুতে নেমে যাওয়া হিসেবে। সিরিজ হার কী আখ্যা পাবে এবার?
বিজ্ঞাপন
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি থেকেই রীতিমতো কোনঠাসা অস্ট্রেলিয়া। এমন পারফর্ম্যান্সের ফলে দলের আত্মবিশ্বাসও গুঁড়িয়ে গেছে একেবারে, জানালেন অজি অধিনায়ক। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেও ভুললেন না ওয়েড। বললেন, ‘বাংলাদেশ সত্যি অসাধারণ খেলেছে। তাদের বোলাররা দুর্দান্ত। তারা আমাদের প্রতিটি ম্যাচেই ১২০-১৩০ রানের মধ্যে বেধে রাখে।’
এরপরই অজি অধিনায়ক বললেন নিজেদের কথা। তাতে স্পষ্ট ফুটে উঠল দলের আত্মবিশ্বাসহীনতার ছাপ। বললেন, ‘ব্যাট হাতে আমরা নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে পারছি না, বিষয়টা খুবই হতাশার। তাদের বিপক্ষে রান তাড়া করে সহজে জিতব, এমন বিশ্বাসটাই নেই আমাদের দলে। শেষ দিকে বাংলাদেশের বোলারদের মোকাবিলা সত্যি কষ্টসাধ্য। তাদের অনেকে আমাদেরকে এক ওভারে ৪-৫ রানের বেশি দিতেই চায় না। আসলে প্রয়োজনীয় রানরেট ৬-৭ হয়ে গেলেই এই উইকেটে তা কষ্টকর হয়ে যায়, আর ৮ হয়ে গেলে তো প্রায় অসাধ্য।’
বিজ্ঞাপন
তবে এরপরও আশা ছাড়ছে না অস্ট্রেলিয়া। অন্তত কিছু একটা অর্জন নিয়ে শেষ করতে চায় সিরিজটা, বিশ্বকাপ যে সামনেই। বললেন, ’এখন আমাদের এটাই দেখার বিষয় বাকি দুই ম্যাচে কিভাবে ফিরব। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। তাই প্রতিটি ম্যাচই সোনার চেয়ে দামি।’
এনইউ/এটি