মাশরাফি বিন মুর্তজা পরবর্তীতে বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগের হাল ধরেছেন মুস্তাফিজুর রহমান। সঙ্গী হিসেবে পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলামকে। দুই বাঁহাতি দলের নির্ভরযোগ্য হয়ে উঠেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিরুদ্ধে। অভিজ্ঞতা আর অর্জনের বিচারে শরিফুল থেকে বেশ এগিয়ে মুস্তাফিজ। কাটার স্পেশালিস্টের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন শরিফুল।

মুস্তাফিজের কাছ থেকে কাটার আর স্লোয়ারে হাত পাকাচ্ছেন শরিফুল। তবে সেটি এখনো ম্যাচে প্রয়োগ করা শুরু করেননি, ‘মুস্তাফিজ ভাইয়ের কাছে আমি শেখার চেষ্টা করছি যে উনি কিভাবে কাটার দেন। আমি এখনও চেষ্টা করছি অনুশীলনে। কিন্তু ম্যাচে এখনও এটা চেষ্টা করিনি। উনার ধরণটা একদমই ভিন্ন রকমের। আমি শিখছি।’ 

আজ (রোববার) এক ভিডিও বার্তায় আরও বলেন শরিফুল, ‘উনি বলেন যে মিরপুরে ডানহাতিদের জন্য কাটারটা খুবই বিপদজনক। কারণ হালকা থেমে একটু টার্ন করে স্পিনারদের মতো। তো উনি এটাও বলেছেন যে কাটারটা বেশি বেশি ব্যবহার করত পারি।’

শুধু জাতীয় দলই নয়। করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর আবার ঘরোয়া ক্রিকেট ফিরলে সেখানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রাম দলের হয়ে জুটি বাঁধেন মুস্তাফিজ-শরিফুল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠ মাতান দুই পেসার। মুস্তাফিজের সঙ্গে সখ্যতা বেশ ভালো জমেছে শরিফুলের।

শরিফুল জানালেন, ‘আমি শেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলেছি মুস্তাফিজ ভাইয়ের সাথে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি এবং এখন জাতীয় দলে খেলছি। ওনার সাথে বোলিং করার মজাই আলাদা। উনি সবসময় ইতিবাচক কথাই বলেন। ব্যাটসম্যানকে খুব জলদি পড়তে পারেন। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না- এটা বলে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা ম্যাচের সূচি। বিশ্রামের খুব বেশি সুযোগ নেই। আজ অবশ্য ম্যাচ ছিল না। দিনটিতে অনুশীলনের সূচি থাকলেও সেটি বাতিল করে হোটেলে বিশ্রামে সময় কাটায় শরিফুলরা। সেখানে বসেই ভিডিও বার্তায় শরিফুল জানালেন, মুস্তাফিজের সঙ্গে তার মাঠের রয়াসন ঠিক কত খানি জমে উঠেছে।

শরিফুল বলেন, ‘আমি যখন বোলিংয়ে আসি তার আগেই আমাকে বলে দেয় কি করা উচিত। এই হিসেবে, এমন কিছু একজন অভিজ্ঞ কেউ যদি বলে দেন, আমি তো এতটা অভিজ্ঞ না আর উনি এখন বড় মাপের ক্রিকেটার, তো তার পরামর্শগুলো নিল খুব সহজ হয়। আমি নিজেও অনেক সময় তাকে ডাকি পরামর্শের জন্য।’

টিআইএস/এমএইচ