টি-টোয়েন্টি ফরম্যাটে পরিসংখ্যান একেবারেই সুখকর নয় মোহাম্মদ মিঠুনের। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপের শিকার হয়ে তাকে। যদিও নিউজিল্যান্ড সফরের পর জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও একাদশ জায়গা হয়নি তার। এবার তো নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ সদস্যের স্কোয়াডেই নেই। মিঠুনকে নিয়ে নিজেদের ভাবনার কথা পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ (শুক্রবার) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, টি-টোয়েন্টি ফরম্যাটের দলের ভাবনায় নেই মিঠুন। তাকে বিবেচনা করা হবে একদিনের ফরম্যাটে। জিম্বাবুয়ে সফর ও অস্ট্রেলিয়া সিরিজে তাকে রাখা হয়েছিল বাড়তি খেলোয়াড় ভাবনায়। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস না থাকায় সুযোগ পেয়েছিলেন মিঠুন।

নান্নু জানাচ্ছিলেন, ‘ওকে (মিঠুন) আমরা ওয়ানডে স্কোয়াডে রেখেছি। জিম্বাবুয়ে সিরিজে অনেক খেলোয়াড় টি-টোয়েন্টির আগে চলে আসায় ওকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। ও তো টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল না। তখন থেকেই ওকে টি-টোয়েন্টির ভাবনায় ওরকমভাবে রাখিনি।’

নান্নু পরিষ্কার করলেন, মিঠুনকে রাখা হয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে। আবার দল সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে গেলে ডাক পড়বে তার।

নান্নু বলেন, ‘ও যে অবস্থানে খেলছে সেখানে এখন কিছু খেলোয়াড় আছে। তারপরও যেহেতু আমাদের পুলের খেলোয়াড়, চোখের বাইরে কেউ যাবে না। সবাইকে নার্সিং করা হবে। যখন দরকার হবে দলে নেওয়া হবে।’

টিআইএস/এমএইচ