জাতীয় দলে ফিরে এসে নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও করেছেন দারুণ পারফরম্যান্স। জাতীয় দলে নিজের জায়গাটা পাকা করার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তিনি। 

১ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের স্কোয়াডেও আছেন সোহান। শুক্রবার কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজকে সামনে রেখে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সোহান জানিয়েছেন, সুযোগ পেলে নিজের শতভাগ দিয়ে চেষ্টা করবেন। 

তিনি বলেন, ‘অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। আমার কাছে মনে হয় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একটা সিরিজ হবে। দল হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে আমাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা ভালো থাকবে। আমার যেহেতু ওডিআই ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডের সঙ্গে হয়েছে, অবশ্যই আশা করব নিজের পারফরমেন্সটা যদি দলে সুযোগ পাই শতভাগ দিতে চেষ্টা করব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মূলত বাংলাদেশ দলকে ভরসা দিয়েছেন বোলাররা। সব ম্যাচেই তারা করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। এই বোলিং বিভাগের প্রশংসা করলেন সোহান। সঙ্গে বললেন, দল হিসেবে খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সম্ভব আরও ভালো কিছু।

তিনি বলেন, ‘বোলিং বিভাগ হিসেবে আমরা ভালো করেছি। মুস্তাফিজ তো অসাধারণ, আমার কাছে মনে হয় সাকিব ভাই, শরিফুল তারা সবাই খুবই ভালো সমর্থন দিয়েছে, মেহেদী খুব ভালো বোলিং করেছে। সত্যি কথা বলতে আমরা সবাই দল হিসেবে খেলতে পেরেছি এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা যদি চালু রাখতে পারি ইনশাল্লাহ ভালো কিছু করব।’

এমএইচ