বিরাট কোহলি/ফাইল ছবি

শুরুটা হয়েছিল ৭৮ রানে গুটিয়ে গিয়ে। হেডিংলিতে ভারতের শেষটাও হয়েছে আরেকটা ধ্বস দিয়ে। এক ঘণ্টার ব্যবধানে হাওয়া হয়ে গিয়েছে ৭টি উইকেট, তাতে উবে গেছে দলের ইনিংস হার এড়ানোর আশাও। 

এমন পরিস্থিতিতে দলকে নিয়ে, শক্তিসামর্থ্য নিয়ে প্রশ্ন না ওঠাটাই বরং অস্বাভাবিক। তবে বিরাট কোহলি একে দেখছেন ইতিবাচকভাবেই। জানালেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে, নিজেদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলে ভালোই লাগে তার। কারণ তাতেই যে নিজেদের প্রমাণ করার তাড়না বেড়ে যায়!

প্রথম টেস্টটায় জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেনি ভারত, বৃষ্টির বাগড়ায় শেষমেশ ড্র হয় টেস্টটা। এরপর দ্বিতীয় টেস্টে দারুণ এক জয়। তবে তৃতীয় টেস্টে তার ছিটেফোঁটাও দেখাতে পারেনি বিরাট কোহলির দল। হেরেছে ইনিংস ব্যবধানে।

প্রথম দুই টেস্টের পর এমন পারফর্ম্যান্সের ব্যাখ্যা কী? কোহলি জানালেন, সব ম্যাচে এক রকম পারফর্ম করা সম্ভব নয়। বললেন, ‘এক ম্যাচে যেমন হয়, পরের ম্যাচেও যদি এমন হতো, তাহলে তো এই টেস্টেও আমাদের ইংলিশদেরকে ধ্বসিয়ে দেওয়ার কথা। তেমন কিছু হয়নি আদৌ।’

এমন হারের পর দলের শক্তিসামর্থ্য জর্জরিত হচ্ছে প্রশ্নবাণে। কোহলির অবশ্য ভালোই লাগছে বিষয়টা। ভারত অধিনায়ক বললেন, ‘আমরা এমন পরিস্থিতিতে পড়ে যেতে পছন্দ করি, যখন সবাই আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে, সংশয় প্রকাশ করে। এটাই আমাদের বেশি প্রিয় পরিস্থিতি।’

দ্বিতীয় টেস্টের এমন পারফর্ম্যান্সে দলে দুঃখ ভর করেছে বেশ। কোহলি বললেন, ‘ছেলেরা কষ্ট পেয়েছে বেশ। এমন পরিস্থিতিতে সবাই নিজেদের ভুল শুধরে নিতে চায়। সেটা করেই আমরা পরের দুই টেস্ট খেলতে চাই।’

এই হারের দায় সব খেলোয়াড়দের ওপর ফেলতে চান না ভারত অধিনায়ক। কোহলির কথা, ‘আমি আগেও বলেছি, আবার বলছি, সমস্যা সামনে এনে বা দলের দুয়েকটা বিষয় নিয়ে কথা বলা শুরু করব না আমরা। দল হিসেবে ব্যর্থ হয়েছি আমরা, এখন দল হিসেবেই জিততে হবে আমাদের।’

কোহলির কথা প্রমাণের জন্য আরও দুটো টেস্ট পাচ্ছে ভারত। আগামী বৃহস্পতিবার কেনিংটন ওভালে সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নামবে তার দল। দ্বিতীয় টেস্টে ভারত আর তৃতীয় টেস্টে ইংলিশরা জেতায় সিরিজে বিরাজ করছে ১-১ সমতা। আগামী বৃহস্পতিবারের ম্যাচে এই সমতা ভাঙার লড়াইয়ে নামবে দুই দল।

এনইউ/এটি