ভারতের সবচেয়ে বড় প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফির সূচি ঘোষণা করেছে বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। আগামী বছর ১৩ই জানুয়ারি থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। করোনার কারণে এই টুর্নামেন্টেও থাকবে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা। 

টুর্নামেন্টে অংশ নেওয়া সব খেলোয়াড়কে অনুশীলন শুরুর আগে ৫ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। ছয়টি গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে লড়বে টুর্নামেন্টে অংশ নেওয়া ৩৮টি দল। খেলাগুলো অনুষ্ঠিত হবে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদ, থিরুভান্তাপুরাম এবং চেন্নাইতে।

২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নকআউট পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে কলকাতায়। কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনালও হবে এখানে। প্রতিটি গ্রুপে শক্তিশালী ছয়টি দলের একটি দলকে রেখে গ্রুপ সাজিয়েছে বিসিসিআই। 

কাগজে কলমে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ গ্রুপ সি। সাবেক চ্যাম্পিয়ন মুম্বাইয়ের সাথে ভারসাম্যপূর্ণ মহারাষ্ট্র এবং উত্তরাখন্ডের উপস্থিতি জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র তামিলনাড়ু, ঝাড়খন্ড, রেলওয়ে এওং গোয়ার সঙ্গে রয়েছে ডি গ্রুপে। গত বছর করোনার প্রকোপে মাঠে গড়ায়নি এই টুর্নামেন্ট।


রঞ্জি ট্রফি গ্রুপিং

এলিট এ: গুজরাট, পাঞ্জাব, হিমাচল, মধ্যপ্রদেশ, সার্ভিসেস এবং আসাম (মুম্বাইতে)

এলিট বি: বাংলা, বিদর্ভ, রাজস্থান, কেরালা, হরিয়ানা এবং ত্রিপুরা (বেঙ্গালুরুতে)

এলিট সি: কর্ণাটক, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড (কলকাতায়)

এলিট ডি: সৌরাষ্ট্র, তামিলনাড়ু, রেলওয়ে, জে এন্ড কে, ঝাড়খণ্ড এবং গোয়া (আহমেদাবাদে)

এলিট ই: অন্ধ্র, উত্তরপ্রদেশ, বরোদা, ওড়িশা, ছত্তিশগড় এবং পন্ডিচেরি (ত্রিভান্দুরমে)

প্লেট: চণ্ডীগড়, মেঘালয়, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম, অরুণাচল (চেন্নাইতে)

এআইএ/এটি