সেঞ্চুরির পথে মালান/ক্রিকইনফো

ক্যারিয়ারটা মাত্র নয় ম্যাচ দীর্ঘ, তাতেই দলকে দিচ্ছেন কি দারুণ নির্ভরতা! শ্রীলঙ্কার বিপক্ষে জানেমান মালান পেলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা, এরপর তাবরাইজ শামসির পাঁচ উইকেটে শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ৬৭ রানের ব্যবধানে, সিরিজেও সমতা ফেরাল সফরকারীরা। 

কলম্বোয় দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই চোখরাঙানি ছিল বৃষ্টির। যেজন্যে ম্যাচের দৈর্ঘ কমে এল তিন ওভার করে। টসে জিতে দক্ষিণ আফ্রিকা নিয়েছিল ব্যাট করার সিদ্ধান্ত। সে সিদ্ধান্ত যে ভুল নয়, সেটাই যেন প্রমাণ করেছেন মালান। খেলেছেন ৪৫ ওভার পর্যন্ত। খেলেন ১৩৫ বলে ১২১ রানের এক ইনিংস। সঙ্গী রেজা হেন্ডরিকস আর হেনরিখ ক্লাসেনরাও দারুণ সঙ্গ দিয়েছেন তাকে। রেজা পেয়েছেন ফিফটি, ক্লাসেনের কাছ থেকে আসে ঝড়ো ক্যামিও। তাতেই লড়াকু পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

এরপর আবারও বৃষ্টির বাগড়া। তাতে শ্রীলঙ্কার সামনে লক্ষ্যটা দাঁড়াল ৪১ ওভারে ২৬৫ রানের। তবে কাগিসো রাবাদার তোপের মুখে বিপদেই পড়ে স্বাগতিকরা, ১৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। পাঁচে নেমে চারিথ আসালঙ্কা ৬৯ বলে ৭৭, আর দাসুন শানাকা ও চামিকার ত্রিশোর্ধ্ব ইনিংস পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে কেবল।

শেষের কাজটা সেরেছেন টি-টোয়েন্টির বিশ্বসেরা বোলার তাবরাইজ। ৪৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন, তাতেই অলআউট হয়ে গেছে লঙ্কানরা। ৬৭ রানে ম্যাচটা হেরেছে। তাতে সিরিজেও এসেছে ১-১ সমতা।

এনইউ