চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এই ফরম্যাটে আগের ১০ দেখায় কোন বারই নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সে আক্ষেপ শেষ হয়েছে সিরিজের শুরুতেই। সিরিজের তৃতীয় ম্যাচ হারলেও প্রথম দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে এগিয়ে টাইগাররা। আজ (বুধবার) চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে দুই দল।

এই ম্যাচ জিতলে ইতিহাস রচনা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো ব্ল্যাকক্যাপসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। সে লক্ষ্য আজ একাদশে কোনও পরিবর্তন আনেনি স্বাগতিকরা। আগের তিন ম্যাচের একাদশের প্রতিই আস্থা রেখেছে।

এদিকে সিরিজে টিকে থাকার মিশনে নিউজিল্যান্ড তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইনের জায়গায় সুযোগ পেয়েছেন ব্লেয়ার টিকনার ও হাশিম ব্যানেট।

দুই দলের একাদশ-

বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম লাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হাশিম ব্যানেট, এজাজ পেটেল ও ব্লেয়ার টিকনার

টিআইএস/এটি