লক্ষ্যটা মাত্র ৯৪ রান। তবুও কেমন তাড়াহুড়ো লিটন দাসের। ১১ বলে ৬ রান করে ম্যাককঞ্চিকে যেন ক্যাচিং অনুশীলন করান তিনি। পরে আরও দুই ব্যাটসম্যানও সাজঘরে ফিরেছেন। তবুও জয়ের পথেই আছে বাংলাদেশ।

ইনিংসের তৃতীয় ওভারে ৬ রান করে সাজঘরে ফেরত যান লিটন। ফিন অ্যালেনের বলে আউট হন তিনি। এরপর উইকেটে আসেন সাকিব আল হাসান। তিন নম্বর পজিশনে ব্যাট করতে এসে সুবিধা করতে পারেননি তিনি। 

৮ বলে ৮ রান করে এজাজ প্যাটেলের বলে সাজঘরে ফেরত যান এই অলরাউন্ডার। সাকিবের আউটের পর কোনো রান না করেই সাজঘরে ফেরেন মুশফিকের রহিমও। ৩ বলে ০ রান করে সাজঘরে ফেরত যান প্যাটেলের বলেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার ২ বল শেষে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করেছে বাংলাদেশ। ১ চার ও ছক্কায় ২৮ বলে ২৫ রান করে অপরাজিত আছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তাকে সঙ্গ দেওয়া রিয়াদ ২০ বল খেলে করেছেন ১৫ রান।

এমএইচ