আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা শুরু হয়েছে। এজন্য আগামী ১০ সেপ্টেম্বর নির্ধারিত সময়সীমা বেধে দিয়েছে আইসিসি। তার আগে আজ (বৃহস্পতিবার) নির্ধারিত ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে দুজনকে। বাংলাদেশের বিশ্বকাপ দলে এবার তেমন কোনও চমক নেই। তবে ১৫ সদস্যের দলে দলে নেই কোন লেগ স্পিনার।

এ পর্যন্ত যতগুলো দল তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে, সবগুলো ক্রিকেট বোর্ড অন্তত একজন লেগ স্পিনারকে মূল দলে রেখেছে। অস্ট্রেলিয়ার স্কোয়াডে অ্যাডাম জাম্পার সঙ্গে আছেন মিচেল সুইপসন, নিউজিল্যান্ড স্কোয়াডে ইশ সোধি, পাকিস্তানে শাদাব খান, ভারতে রাহুল চাহার। অথচ বাংলাদেশ দলে নেই কোন লেগি। আমিনুল ইসলাম ইসলাম বিপ্লব সুযোগ পেয়েছেন বটে, তবে বিশ্বকাপের যাবেন কেবলই সফরসঙ্গী হয়ে। মূল দলের কেউ ইনজুরিতে পড়লে তবেই কপাল খুলতে পারে তার।

বিপ্লবকে মূল দলে না রাখার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জানিয়েছেন যে পরিকল্পনায় বিশ্বকাপের দল সাজিয়েছে বোর্ড সে পরিকল্পনার অংশ নন বিপ্লব। নান্নু বললেন, ‘লম্বা সময় কিন্তু সে (বিপ্লব) অসুস্থ ছিল, এখান থেকে সে ফিরে এসেছে। তারপরও ওকে আমরা নিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যবশত আমরা যে পরিকল্পনায় খেলব, সেখানে সে পড়ছে না, তাই তাকে মূল দলে রাখা যায়নি।’

বিশ্বকাপের দল সাজানোর সময় ঠিক কোন বিষয়গুলো আমলে আনা হয়েছে জানতে চাইলে নান্নু জানালেন, ‘সব ধরনের দেখা হয় এবং এটাও দেখা হয় যে বিদেশে কে কেমন খেলবে, কতটুকু ভালো খেলবে সেটাও মাথায় রাখা হয়। হোমে আমরা একরকম ক্রিকেট খেলি আর বাইরে অন্যরকম। তো দুটার সামঞ্জস্য করেই দল সাজানো হয়।’

বাংলাদেশ দলে লেগ স্পিনারের অভাব দীর্ঘদিনের। পাইপলাইনে একাধিক লেগি থাকলেও যথাযথ সুযোগ পান না কেউই। একমাত্র বিপ্লব আছেন ভাবনায়, তবে দীর্ঘদিন দলে জাতীয় দলের সঙ্গী হলেও ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না তার। ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের পর বিপ্লব সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে।

টিআইএস/এটি/এমএইচ