মধ্যপ্রাচ্যে হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিকে ভালো নজরেই দেখছেন দেশটির সাবেক অধিনায়ক কপিল দেব। ১৯৮৩ সালে ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দেওয়া সাবেক এই অলরাউন্ডার ধোনির নিয়োগকে ‘বিশেষ ঘটনা’ বলে আখ্যা দিয়েছেন।

কপিল দেব মনে করেন, অবসর নেয়ার পর ৩ থেকে ৪ বছরের আগে জাতীয় দলের কোন দায়িত্ব নেয়া উচিৎ নয় সাবেক কোন খেলোয়াড়ের। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এক বছরের মাথায়ই নতুন দায়িত্ব পেলেন ২০১১-এর বিশ্বকাপজয়ী ধোনি। 

কপিল বলেন, ‘এটা ভালো সিদ্ধান্ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবসর নেয়ার পর ৩ থেকে ৪ বছর জাতীয় দল থেকে দূরে থাকাই  ভালো। তবে রবি (রবি শাস্ত্রী) কোভিডে আক্রান্ত। এটি একটি বিশেষ পরিস্থিতি। বিশ্বকাপকে সামনে রেখে আমি বলব এটা সাময়িকভাবে দরকার ছিল।’

এর আগে গত বুধবার আচমকা মেন্টর হিসেবে ধোনির নিয়োগের ঘোষণা দেয় বিসিসিআই। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এ বিষয়ে বলেন, ‘আমি যখন দুবাইতে ছিলাম তখনই তার সাথে কথা বলেছিলাম আমি। তিনি (ধোনি) রাজি হয়েছেন তবে শুধুমাত্র বিশ্বকাপের জন্য। অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা এবং রবি শাস্ত্রীর সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এআইএ/এটি/টিআইএস