ভারত-পাকিস্তানের সিরিজ মানেই যেন ছিল মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতা, আর মাঠের বাইরে কথার তোপ; সব মিলিয়ে এক একটা সিরিজ যেন ছিল এক একটা উৎসবমতো। তবে রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকে দুই দলের সে ‘উৎসবও’ গেছে থেমে। দুই বোর্ডে নতুন সভাপতি এসেছেন। এবার কি সে বরফ গলবে?

উৎসুকদের সেই উৎসাহে অবশ্য পানি ঢাললেন সদ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির পদে আসা রমিজ রাজা। সাফ জানিয়ে দিলেন, ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ ফিরিয়ে আনা এই মুহূর্তে অসম্ভব। বোর্ড প্রধান হয়ে আপাতত তার মূল লক্ষ্য পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের উন্নতি, বলে দিলেন তিনি।

তিনি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে তাকে। বললেন, ‘খুব কঠিন পরীক্ষা। আমাকে নির্বাচিত করার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনেকগুলি বিষয়ের দিকে নজর রাখতে হয়েছে।’ 

সে সংবাদ সম্মেলনে তার দিকে ধেয়ে এলো ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের প্রসঙ্গও। রমিজের উত্তর, ‘এই মুহূর্তে সম্ভব নয়। খেলার মধ্যে রাজনীতি ঢুকে গেছে এখন। তবে এই বিষয়ে আমাদের কোনো তাড়াহুড়ো নেই, তা করতে চাচ্ছিও না। এই মুহূর্তে আমরা কেবল ঘরোয়া ক্রিকেটের দিকেই নজর দিতে চাই।’

দ্বিপাক্ষিক সিরিজ না হোক, বৈশ্বিক আসরে অবশ্য ঠিকই দেখা হচ্ছে পাকিস্তান-ভারতের। সেটা হচ্ছে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এবার সে পরিস্থিতিটা বদলে দিতে চান রমিজ। বললেন, ‘সব ম্যাচ থেকে ওটা বড়। ক্রিকেটারদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে আমার। ওদের বলেছি এ বার চাকা উল্টো দিকে ঘোরাতেই হবে। সেই ম্যাচে নিজেদের ১০০ ভাগেরও বেশি দিতে হবে।’

সেজন্যে দলকে আরও নির্ভীক হতে বললেন পাকিস্তান বোর্ড প্রধান। রমিজের ভাষ্য, ‘সমস্যা আসবেই। আমি ক্রিকেটারদের বলেছি, দলে জায়গা পাকা হবে কি না, সে  সেই নিয়ে তোমাদের ভাবতে হবে না। ভয়ডরহীন ক্রিকেট খেলে যাও। কিছু ম্যাচে হয়তো হারতে হবে। তবে বিশ্ব ক্রিকেটে নিজেদের মেলে ধরতে গেলে কঠিন রাস্তা অতিক্রম করতেই হবে। ক্রিকেটারদের মানসিকতা বদলাতে হবে।’

এনইউ/এটি