বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আগামী ৬ অক্টোবর। এবারের নির্বাচন ঘিরে মিরপুরে তেমন কোন উত্তাপ নেই। অনেকটা নিরবেই চলছে মনোনয়নপত্র বিক্রয় ও সংগ্রহের কাজ। আজ (শনিবার) ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এদিন খানিক চমক দেখা গেল। ক্যাটাগরি-৩ থেকে মনোনয়নপত্র কিনেছেন ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম। প্রভাবশালী আরেক সংগঠক খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়বেন তিনি।

মনোনয়নপত্র ক্রয়ের পর মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম জানান, নিজেকে যোগ্য মনে করেই পরিচালক পদের জন্য লড়াইয়ে নেমেছেন তিনি। ফাহিম বলছিলেন, ‘আমি জেনেই দাঁড়াচ্ছি সুজন একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। আমাকে জিততেই হবে তা না কিন্তু। তবে আমি জিততেও পারি। আমি জানি ও ফেভারিট। সবাই হয়ত তাই বলবে। আমার মনে হয় এই জায়গায় আমারও যোগ্যতা আছে এবং অনেক কিছু দেওয়ার।’

অনেকেই ধারণা করেছিলেন এই বিভাগ থেকে কোন প্রতিযোগিতা ছাড়াই নির্বাচত হবেন সাবেক অধিনায়ক সুজন। বর্তমানেও একই পদে আছেন তিনি। গতবার যোগ্যতা প্রমাণ দিতে না হলেও এবার নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে তাকে। 

সুজন জানালেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এটাই স্বাভাবিক। কেউ না কেউ দাঁড়াবে- এটাই প্রত্যাশিত। ফাহিম ভাই আমার কোচ, অনেক সিনিয়র। বিসিবির ডেভেলপমেন্ট বিভাগে উনি আবার আমার অধীনে ছিলেন। আমি চ্যালেঞ্জ সবসময় পছন্দ করি।’

সুজন পরপর দুবারের নির্বাচিত পরিচালক। এবারও নির্বাচন করবেন তিনি। তবে ফাহিম এবারও প্রথম বোর্ডের নির্বাচনে আসলেন।

নতুন অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ফাহিম বললেন, ‘সভাপতি (নাজমুল হাসান পাপন) কয়েকদিন আগেই বলেছিলেন, তিনি নতুন মুখ দেখতে চান, নতুন ধারণা চিন্তাভাবনা চান। আমি সুযোগ পেলে নতুন ভাবনা নিয়ে আসতে পারব। আমি আসলে টেবিলে নতুন কিছু দিতে পারব যা বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজে লাগবে।’

সুজনের ব্যাখ্যা, ‘নির্বাচনে দাঁড়ানো সবার অধিকার। কাউন্সিলরদের যে কেউ নির্বাচন করতে পারেন। আমরা চাই স্বচ্ছ নির্বাচন হোক। নতুন চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। নতুন আসলে ভালো হবে না কিংবা পুরোনোরা থাকলে এগোবে না এমন নয়।’

টিআইএস/এটি