ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে এখনো মাঠে নামার সুযোগ পাননি সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের গত ম্যাচের পর চোটে পড়েন দলটির ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। শোনা যাচ্ছিল এবার হয়তো ভাগ্য সুপ্রসন্ন হতে পারে সাকিবের। তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও সুযোগ পেলেন না তিনি। রাসেলের পরিবর্তে টিম সাউদিকে দলে নিয়েছে শাহরুখ খানের কেকেআর।

শারজা ক্রিকেট স্টেডিয়ামের এ ম্যাচটিতে টস জিতে আগে দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কলকাতা।

চলতি আইপিলের দ্বিতীয় পর্বে এর আগে তিনটি ম্যাচ খেলেছে কলকাতা। সে তিন ম্যাচের একাদশেও সুযোগ মেলেনি সাকিবের। অনেকেই মনে করছিলেন রাসেলের পরিবর্তে হয়তো টাইগার অলরাউন্ডকে সুযোগ দেবে কেকেআর। তবে এ ম্যাচেও উপেক্ষিত সাকিব।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুভমান গিল, ভেঙ্কেটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, দিনেশ কার্তিক, সুনীল নারিন, লকি ফার্গুসন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, সন্দ্বিপ ওয়ারিয়র।

দিল্লি ক্যাপিটালস একাদশ: শিখর ধাওয়ান, স্টিভেন স্মিথ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (অধিনায়ক), শিমরন হেটমায়ার, লতিফ যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিচ নর্কিয়া ও আভেস খান।

টিআইএস/এটি