কলকাতাকে ২০১২ সালে প্রথম শিরোপা পাইয়ে দেওয়ার পর সতীর্থদের উদযাপনের মধ্যমণিই হয়ে যান সাকিব আল হাসান/ফাইল ছবি

দ্বিতীয় কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস এক ম্যাচে যখন কলকাতা নাইট রাইডার্স হারাল দিল্লি ক্যাপিটালসকে, তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল বিষয়টা। নয় বছর পর আইপিএলের চূড়ান্ত লড়াইয়ে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। 

শুধু ফাইনালের দুই দলই নয়, অদ্ভুতভাবে এবারের আইপিএল ২০১২ এর ফাইনালকে ফিরিয়ে আনছে বারে বারে। কাকতালীয়ভাবে মিল আছে অনেক, আবার সেই ফাইনালের হুবহু উল্টো চিত্রও আছে বেশ!

দুই ফাইনালিস্ট কলকাতা আর চেন্নাই, মিলটা শেষ এখানেই। তবে ১৮০ ডিগ্রি অমিল আছে একগাদা। সাল দিয়েই শুরু করা যাক। ’২১ চলছে, এই সালের সংখ্যাদুটোকে উলটে দিলে আসে ’১২। 

লিগ তালিকার দিকে তাকান। সেবার সাকিবের-গৌতম গম্ভীরের কলকাতা দ্বিতীয় হয়ে এসেছিল প্লে অফে। আর চেন্নাই পয়েন্ট তালিকার চারে থেকে। এবার তার ঠিক উল্টোটাই হয়েছে। চেন্নাই দুইয়ে থেকে এসেছে প্লে অফে, আর সাকিবরা চারে থেকে। 

পয়েন্ট তালিকার আরেকটা অবস্থানে আছে মিল, সেবার তালিকার শীর্ষে থেকে প্লে অফে এসেছিল দিল্লি। নামটা অবশ্য বদলে গেছে, সেবারের ‘ডেয়ারডেভিল’রা এবার ক্যাপিটালস হয়ে গেছে।

ফলত দুর্ভাগা দলটাও সেই দিল্লিই। সেবার দিল্লি প্রথম আর দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে বিদায় নিয়েছিল। এবারও!

সেবার দিল্লি হেরেছিল কলকাতা, এবার চেন্নাইয়ের কাছে। তবে ক্রমটা বদলে গেছে এবার। সেবার প্রথম কোয়ালিফায়ারে দলটি হেরেছিল কলকাতার কাছে; এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে। এবার হয়েছে উল্টোটা। 

সেবারের ফাইনালে কী হয়েছিল, তা আপনি জানেন। প্রথমে ব্যাট করে চেন্নাই ছুঁড়ে দেয় ১৯১ রানের পাহাড়সম এক লক্ষ্য। সাকিব অবশ্য সেদিনও বোলিং করেছিলেন দুর্দান্ত; সবাই যখন রান দিচ্ছিলেন ৯.৫ ইকনমিতে, তখন সাকিব তিন ওভারে রান দিয়েছিলেন ৮.৩৩ গড়ে, তুলে নিয়েছিলেন বিপদজনক সুরেশ রায়নার গুরুত্বপূর্ণ উইকেটটাও। এরপর ব্যাটিংয়ে মনবিন্দর বিসলা আর জ্যাক ক্যালিসের দারুণ ভিত্তির গড়ে দেওয়ার পর শেষ দিকে সাকিব ছোট্ট অথচ কার্যকর এক ক্যামিও খেলে জিতিয়েছিলেন দলকে।

২০২১ আইপিএলের শেষ অংশে ২০১২ ধরা দিচ্ছে একদম উল্টো হয়ে। ফাইনালের চিত্রটাও একই রকম ভাবে ধরা দেবে, নাকি হবে সেবারেরই ফাইনালের পুনরাবৃত্তি? সে প্রশ্নের উত্তর জানতে, দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।

এনইউ