১৩ বলের ব্যবধানে বিদায় নিয়েছেন সাকিব-মুশফিকের দুজনেই/আইসিসি

সৌম্য সরকার আর লিটন দাসের উইকেট শুরুতেই চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশকে। সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম মিলে সেটাকে দূর করার চেষ্টাই করছিলেন বেশ। কিন্তু ১৩ বলের ব্যবধানে তাদেরও হারিয়ে বাংলাদেশ এখন পড়ে গেছে ঘোর বিপদেই।

দুই ওপেনারের বিদায়ের পর সৃষ্ট চাপ থেকেই হয়তো, অনেকটা খোলসে ঢুকে পড়েছিলেন সাকিব আর মুশফিক। ফলে আস্কিং রেটটা বেড়ে যাচ্ছিল পাল্লা দিয়ে। সঙ্গে সঙ্গে চাপও। সেটা দূর করতেই কিনা ১৩তম ওভারে ক্রিস গ্রিভসের করা লং হপে সপাটে ব্যাট চালিয়েছিলেন সাকিব। ব্যাটে বলে হয়নি, মিডউইকেট সীমানায় ধরা পড়েন তিনি।

আগের উইকেটে তাও ক্রিস গ্রিভস নিজের ভাগ্যকে ধন্যবাদ দিতে পারেন, হাফ ট্র্যাকারে সাকিবের উইকেট পেয়ে গেছেন বলে। পরের আরও অমূল্য উইকেটটা অবশ্য পেয়েছেন নিজ মুন্সিয়ানাতেই। তার স্টক বল আর গুগলির পার্থক্য করতে পারেননি মুশফিক, স্কুপ করতে গিয়ে হয়েছেন ব্যর্থ, এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ৩৬ বলে ৩৮ করে মুশফিক ফেরেন সাজঘরে। ৭৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে বাংলাদেশ পড়ে গেছে ঘোর বিপদে।

এনইউ