পরের রাউন্ডে যেতে ম্যাচটি জেতা জরুরি ছিল বার্সেলোনার। ম্যাচের আগে সেটি মনে করিয়ে দিয়েছিলেন কোচ রোনাল্ড কোম্যানও। বেশ কয়েকটি ভালো আক্রমণ চালালেও শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে ডিফেন্ডার পিকের গোলে। ডায়নাভো কিয়েভকে হারিয়েছে ১-০ গোলে। এদিকে একই রাতে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

আগের দুই ম্যাচে বায়ার্ন ও বেনফিকার কাছে হারা বার্সেলোনা এদিন প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখিয়েছে। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১১টি শট নেয় তারা। যার তিনটি লক্ষ্যে রাখতে পারে কোম্যান শিষ্যরা। বিপরীতে কিয়েভের তিন শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।

ম্যাচের ৩৬ম মিনিটে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার পিকে। জর্ডি আলবার দারুণ ক্রসে কাছ থেকে ভলিতে বল জালে পাঠান পিকে। এই জয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে আছে বার্সেলোনা।

এদিকে গ্রুপের আরেক ম্যাচে বেনফিকার বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি বায়ার্ন। ৭০ তম মিনিটে এসে ম্যাচের প্রথম গোলের দেখা পাওয়া বায়ার্ন পরে প্রতিপক্ষের জালে দেয় তিন গোল। যার দুইটি করেন লেরয় সানে, একটি রবের্ত লেভানদস্কির। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী। তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা।

এমএইচ