সুপার টুয়েলভে আসার পথে বেশ দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশ হোঁচট খেলেও পরের দুই ম্যাচ জিতে উঠেছে সুপার টুয়েলভে। রোববার এই পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে নিজেদের ফেবারিট হিসেবেই ঘোষণা করলেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি খুব সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা। আমাদের দিনে আমরা কতটা বিপদজ্জনক দল তা সবাই দেখেছে। আমাদের প্রত্যেকটা ক্রিকেটার ভালো খেলেছে। তারা দেখিয়ে দিয়েছে তাদের ক্ষমতা রয়েছে টুর্নামেন্টে ভালো কিছু করার।’

শানাকা আরও বলেন, ‘কোয়ালিফায়ারের ম্যাচগুলো জেতার পরে দল আলাদা একটা ছন্দও পেয়েছে। এটা সবার জন্য ভালো। আমি মনে করি বাংলাদেশের তুলনায় আমরা অনেক বেশি ভালো দল। আমাদের তাই জয়ের সুযোগটা অনেক বেশি।’

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এখানে স্পিন উইকেটই হওয়ার সম্ভাবনা বেশি। দুই দলেই বেশ কিছু ভালো স্পিনার থাকায় প্রতিদ্বন্দ্বীতার আভাসও মিলছে আগেভাগেই। শানাকা বলছেন, উইকেট সম্পর্কে ধারণা আছে তাদের।

তিনি বলেন, ‘আমি কালকে ব্যাট করতে গিয়েছিলাম কারণ উইকেটটা ভালোভাবে দেখা দরকার ছিল। এখন আমাদের উইকেট সম্পর্কে যতটুকু দরকার, ধারনা আছে। আমাদের বোলাররা খুব ভালো বোলিং সক্ষমতা দেখিয়েছে। আমরা উইকেট ও কন্ডিশন সম্পর্কে জানি এটা অনুযায়ী খেলতেও পারবো।’

এমএইচ