ভক্তদের পর এবার নিজেদের প্রধানমন্ত্রীর প্রশংসা আদায় করে নিলেন বাবর আজমরা। বিশ্বকাপে ভারতকে হারানোয় পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার টুইটারে পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ইমরান লিখেছেন, ‘পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। বিশেষত, বাবর আজম, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’

ইমরানের অভিনন্দন-বার্তায় রিজওয়ানের পাশাপাশি উঠে এসেছে শাহিন আফ্রিদির নামও। রিজওয়ান এবং শাহিনের ‘অসাধারণ পারফরম্যান্স’-এর উল্লেখও করেছেন ইমরান। তিনি বলেন, ‘দেশ তোমাদের জন্য গর্বিত!’

বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে এর আগে কখনোই জিততে পারেনি পাকিস্তান। এবার পারল, তাও কি দারুণভাবে! বিরাট কোহলির দলকে কোনোরকম সুযোগ না দিয়েই দশ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাবর আজমের পাকিস্তান। গড়ে ফেলেছে নতুন ইতিহাস।

ওয়ানডে হোক, বা টি-টোয়েন্টি, বিশ্বকাপের আগের ১২ দেখায় জয় নেই। সে অধরা জয়টাই ধরা দিলো ১৩তম ম্যাচে এসে। এ জয় ঐতিহাসিক নিঃসন্দেহেই, তবে যে ঢঙয়ে জিতেছে পাকিস্তান, সেটাও নিশ্চিতভাবেই দেশটির ক্রিকেটে ইতিহাসে লেখা থাকবে সোনার হরফে।

এমএইচএস