ম্যাচের আগে বেশিরভাগ মানুষের কাছেই এগিয়ে ছিল ভারত। পরিসংখ্যানও ছিল তাদের পক্ষেই। এর আগের পাঁচ টি-টোয়েন্টির কোনোটিতেই বিরাট কোহলিদের বিপক্ষে হারেনি তারা। কিন্তু ম্যাচে দেখা গেছে একেবারেই উল্টো চিত্র। ১০ উইকেটের বড় ব্যবধানে ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। 

এই ম্যাচে কী ভুল করেছে ভারত? নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করার সময়, অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি স্পিনার ব্রেড হগ মতামত বলেছেন ভারত তাদের সেরা একাদশে আলাদাভাবে কী করতে পারে। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি হার্দিক পান্ডিয়াকে খেলানো একটি বড় ভুল ছিল।’ 

ব্যাট হাতে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন পান্ডিয়া। ৮ বলে ১১ রান করেন তিনি। এরপরই ব্যাট করার সময় কাঁধে আঘাত পেয়ে তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হগ বলেছেন যে তিনি সম্ভবত শামির জায়গায় শার্দুল ঠাকুরকে দেখতে চান এবং হার্দিকের জায়গায় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতেন।

হগ বলেন, ‘পান্ডিয়ার জায়গায় সম্ভবত অশ্বিন এবং শামির জায়গায় ঠাকুরকে আমি খেলাতাম। সেক্ষেত্রে আপনি জাদেজাকে ছয়ে, ঠাকুর সাতে এবং অশ্বিন আটে ব্যাট করতে পারেন। পান্ডিয়াকে বোলিং করতে হবে যদি তিনি প্লেয়িং ইলেভেনে থাকতে চান। তার অনেক প্রতিভা আছে, কিন্তু সে শুধু ফ্রন্টলাইন ব্যাটার নয়।’

এমএইচ