কপালটা তার কতটা মন্দ ভাবলে নিশ্চয়ই খারাপ লাগবে। বাংলাদেশের বিপক্ষে এমনিতেই দুর্দশা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। এর মধ্যে কই রাসেল এসে দলকে উদ্ধার করবেন। হাঁকাবেন বড় বড় চার-ছক্কা। তিনি কি না আউট হয়ে গেলেন কোনো বল না খেলেই!

হ্যাঁ, ঠিকই পড়ছেন। আগের বলেই অধিনায়ক কায়রন পোলার্ড ফিরেছিলেন রিটায়ার্ড হার্ট হয়ে। ক্রিজে এসে নন স্ট্রাইকে দাঁড়ান রাসেল। তাসকিনের বলটা রস্টন চেইজ খেলেন স্ট্রেইট ড্রাইভ। কিন্তু সেটাই কি না তাসকিনের পায়ে লেগে চলে যায় স্টাম্পে। 

রাসেলও এগিয়ে ছিলেন। তাই ফিরেছেন শূন্য রানে। রান আউট হয়ে। আগে থেকেই বিপদে থাকা ওয়েস্ট ইন্ডিজ তাতে কোণঠাসা হয়ে গেছে আরও। ১৬ বল খেলে ৮ রান করে আহত অবসর হয়ে সাজঘরে ফেরত গেছেন কায়রন পোলার্ড। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৮ রানে ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এমএইচ