শুরুতেই উইন্ডিজকে দারুণ চাপে ফেলে দিয়েছিল শ্রীলঙ্কা। পাঁচ ওভারেই তুলে ফেলেছিল ৪০ রান। সেই যে চাপে ফেলল ক্যারিবীয়দের, সে চাপ থেকে তাদের আর বেরোতেই দেয়নি শ্রীলঙ্কা। শুরুতে পাথুম নিশাঙ্কার গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে শেষে চারিথ আসালাঙ্কা করেন এক ঝড়ো অর্ধশতক, তাতেই উইন্ডিজকে রান পাহাড়ে চাপা দেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলে। পাওয়ারপ্লেতেই তুলে ফেলে ৪৮ রান। শেষ ওভারে অবশ্য হারায় ওপেনার কুশল পেরেরাকে। তবে এরপরই শুরু নিশাঙ্কা আর আসালঙ্কার ঝড়ের। দুজনের জুটি ৬১ বলে তুলে ফেলে ৯১ রান। চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় অর্ধশতক তুলে যখন ফিরছেন নিশাঙ্কা, তখনই লঙ্কানদের বড় স্কোরের ভিত রচনা হয়ে গিয়েছিল। আসালঙ্কা তো ছিলেনই, এরপর দাসুন শানাকার ঝড়ো ব্যাটিং সেটাকে পূর্ণতাই দিয়েছে কেবল। 

নিশাঙ্কার চেয়েও বেশি খুনে মেজাজে ছিলেন বাংলাদেশের বিপক্ষেও ফিফটি পাওয়া আসালঙ্কা। ফিফটি করেছেন ৩৩ বলে, এরপর ইনিংস শেষ করেছেন ৪১ বলে ৬৮ রান তুলে। শানাকা করেছেন ১৪ বলে ২৫, তাতেই লঙ্কানদের সংগ্রহটা গিয়ে থামে ১৮৯ রানে। ফলে সূক্ষ্ম আশাটা বাঁচিয়ে রাখতে উইন্ডিজের চাই ১৯০ রান।