ডিআরইউ ক্রিকেটে ঢাকা পোস্টের পরবর্তী প্রতিপক্ষ নয়া দিগন্ত
ভোরের কাগজকে হারিয়ে উচ্ছ্বসিত নয়া দিগন্ত/ঢাকা পোস্ট
ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের আজ দ্বিতীয় দিন। নক আউট ভিত্তিক গ্রুপের খেলায় দৈনিক নয়া দিগন্ত দৈনিক ভোরের কাগজকে হারিয়েছে। নিজেদের উদ্বোধনী ম্যাচে দৈনিক আমাদের অর্থনীতির বিপক্ষে জয়ী ঢাকা পোস্ট এ ম্যাচের জয়ী দলেরই মুখোমুখি হবে। ১৪ নভেম্বর রোববার নয়া দিগন্ত ও ঢাকা পোস্টের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আজ ভোরের কাগজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৭৮ রান করে। দৈনিক নয়া দিগন্ত পাঁচ বল হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। অলরাউন্ড পারফরম করে ম্যাচ সেরা হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মনিরুল ইসলাম রোহান।
বিজ্ঞাপন
৫২ দল আট গ্রুপে খেলছে। নক আউট ভিত্তিক গ্রুপে ঢাকা পোস্ট জি গ্রুপে পড়েছে। ঢাকা পোস্ট প্রথম ম্যাচে আমাদের অর্থনীতিকে হারিয়েছে। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে নয়া দিগন্ত জিতেছে। আগামীকাল গ্রুপের অন্য ম্যাচে মোকাবেলা করবে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও অবজারভার। এই ম্যাচের জয়ী দল খেলবে গত আসরের কোয়াটার ফাইনালিস্ট আরটিভির সঙ্গে। ঢাকা পোস্টকে কোয়ার্টার ফাইনালে উঠতে নয়া দিগন্তের সঙ্গে জয়ী হওয়ার পর আরেকটি ম্যাচ জিততে হবে। ইন্ডিপেন্ডেন্ট ও অবজারভারের মধ্যকার জয়ী দলের সঙ্গে আরটিভির মধ্যকার ম্যাচের সঙ্গে খেলে শেষ আটে উঠতে হবে ঢাকা পোস্টকে।
এজেড/এনইউ
বিজ্ঞাপন