ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পর বিশ্বকাপেও দৈন্যতা কাটেনি। বিশ্ব মঞ্চ থেকে ব্যর্থ হয়ে খালি হাতে ফিরে এবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টি-টোয়ন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও নিজেদের কাজ ভালোভাবে সামলাতে পারেননি ব্যাটসম্যানরা। এতে ৩ ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে স্বাগতিকরা।

ব্যর্থতার ফিরিস্তি দিতে দিতে ক্লান্ত বাংলাদেশ দলের সদস্যরা আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচ হারের পরেও একই কথা শোনালেন। টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত জানালেন, এর চেয়ে ভালো ব্যাটিং করতে পারেন তারা।

ম্যাচ শেষে শান্ত বললেন, ‘আমরা এর চেয়ে আরও ভালো ব্যাটিং করতে পারি। গত দুই হোম সিরিজে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। এবার দুই ম্যাচ হেরেছি। ভালো-খারাপ হতে পারে। আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। ব্যাটসম্যানরা আরও ভালো করলে আরও প্রতিদ্বন্দ্বীতা হতে পারত।’

প্রথম ম্যাচে ১২৭ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ দল। হারে ৪ উইকেটের ব্যবধানে। আজ দ্বিতীয় ম্যাচে স্কোরবোর্ডে তুলতে পারে মাত্র ১০৮ রান। ম্যাচ হারে ৮ উইকেটের ব্যবধানে। তবে শান্ত আগের ম্যাচের উইকেটের থেকে এ ম্যাচের উইকেটকেই ভালো বলছেন।

শান্তর ব্যাখ্যা, ‘আজকে আগের ম্যাচের চেয়ে একটু ভালো উইকেট ছিল। স্পিনারদের কিছু বল গ্রিপ করছিল। পেস বলে ভালো বাউন্স ছিল। মাঝেমধ্যে বাড়তি বাউন্স ছিল। আগের ম্যাচের চেয়ে তুলনামূলক ভালো উইকেট ছিল এই ম্যাচে।’

১০৮ রানের পুঁজি নিয়েও শক্তিশালী পাকিস্তানি ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে প্রতিরোধ করেছেন বাংলাদেশি বোলাররা। তবে ফিল্ডাররা বরাবরের মতোই হতাশা উপহার দিয়েছেন। লেগ স্পিনার আমিনুল ইসলামের বলে দুবার ক্যাচ ছেড়েছেন সাইফ হাসান ও তাসকিন আহমেদ। নতুন জীবন পেয়ে ফকর জামান ও মোহাম্মদ রেজওয়ান ম্যাচ বের করে নিয়েছেন।

ক্যাচ মিসকে খেলার অংশ হিসেবে দেখছেন শান্ত, ‘ক্যাচ মিস খেলারই অংশ। কিন্তু যত কম মিস করা যায়। কেউই ইচ্ছা করে ক্যাচ মিস করে না। প্র্যাকটিসে সবাই শতভাগ দিয়ে ক্যাচ অনুশীলন করছে। দুর্ভাগ্যবশত গত কয়েক ম্যাচে আমরা ভালো ফিল্ডিং করিনি। সবাই ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছে।’

সঙ্গে যোগ করেন তিনি, ‘বিপ্লব ভালো বোলিং করেছে। যদিও ওর বলে দুটি ক্যাচ হাতছাড়া হয়েছে। ক্যাচ দুটি হাতছাড়া না হলে আরও ভালো অবস্থানে থাকত। আগেও যখন ম্যাচ খেলেছে তখনও ভালো বোলিং করেছে। সামনে সুযোগ আসলে আমার মনে হয় ও ভালো করবে। ও আগেও ভালো করে এসেছে।’

টিআইএস