পাওয়ার প্লেতে ঝড়ো রান তোলাটাই স্বাভাবিক টি-টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু বাংলাদেশ নিয়ম করে ব্যর্থ হচ্ছে এই জায়গায়। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি, এরপর তৃতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছে টাইগাররা। ১ উইকেট হারিয়ে করেছে ৩৩ রান।

এদিন একাদশে চার পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। বদল আসে উদ্বোধনী জুটিতেও। নাঈম শেখের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ব্যর্থ হয়েছেন তিনিও। বোল্ড হয়েছেন শাহনেওয়াজ ধাহানির দুর্দান্ত এক ডেলিভারিতে। ৫ বল থেকে শান্ত করেছেন ৫ রান।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামানো হয় একাদশে ফেরা শামীম পাটোয়ারীকে। আশা দেখিয়ে তিনি শেষ অবধি হতাশই করেছেন। ৪ চারে ২৩ বলে ২২ রান করে আউট হয়েছেন লেগ স্পিনার উসমান কাদিরের বলে। 

এখন লড়াইটা চালাচ্ছেন নাঈম শেখ ও আফিফ হোসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাঈম ২৬ বলে ২১ ও আফিফ ১১ বলে করেছেন ১১ রান।  বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ৬১ রান। 

এমএইচ